সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুন্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। গতকাল রাত ৯টায় সলিম ইউনিয়নের জঙ্গল সলিমপুরে অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। দেশী, বিদেশী অস্ত্র ও সরঞ্জামসহ ২৯ প্রকারের সমাগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল হতে ৪জন আসামীকে আটক করা হয়।
আটকৃততরা হলেন,‘ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার শুন্যের চরের জয়নাল আবেদীনের পুত্র আমিনুল ইসলাম (৪০), কক্স বাজার মহেশখালীর ফকির জুম পাড়ার নুরুল আলমের পুত্র রুমন (২১), জঙ্গল সলিমপুরের মোরশেদের পুত্র আশিক (৩৬) জঙ্গল সলিমপুরের ফয়েজ আহাম্মদের পুত্র কামরুল হাসান (২৯)।
দুপুর ৩ টায় সাংবাদিকদের উপস্থিতিতে মডেল থানার ইনচার্জ মুজিবুর রহমান বলেন,‘ দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরে একটি ঘরে অস্ত্র তৈরী করছে একটি চক্র। এ খবরের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগীতায় গত রাত ৯টা হতে পরদিন দুপুর ১২ টা পর্যন্ত অভিযান অব্যাহত থাকে। এক পর্যায়ে অভিযানে অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় অস্ত্র তৈরী কারখানা হতে ৪ আসামীসহ ব্যবহৃত কার্তুজ,পাইপ গান,চাইনিজ কুড়াল,লেথ মেশিনসহ বিপুল পরিমান সরঞ্জাম পাওয়া যায় বলে জানান তিনি।
Leave a Reply