মো. আবদুল আলী
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ঘনিষ্ঠ সংগঠন জিয়া সাইবার ফোর্স-এর ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মনির হোসেন পাটোয়ারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলাউদ্দিন সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে মো. শামসুল হক শামীমকে আহ্বায়ক, এডভোকেট মনির হোসেনকে সদস্য সচিব এবং আবদুল্লাহ আল মামুনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক মো. শামসুল হক শামীম ও সদস্য সচিব এডভোকেট মনির হোসেন জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
Leave a Reply