বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
সকাল সাড়ে দশটা। স্যার আশুতোষ সরকারি কলেজের অডিটোরিয়ামে একে একে ভিড় জমছে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক আর অতিথিদের। মঞ্চে ফুলেল সাজসজ্জা, আর মাঝখানে বসে আছেন অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর। আজ তাঁর বিদায় সংবর্ধনা—কর্মজীবনের দীর্ঘ অধ্যায় শেষ করে যাচ্ছেন তিনি পি.আর.এল.-এ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীন এবং অধ্যাপক পরিচয় বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহধর্মিণী গোপা রাণী ধর, শিক্ষক পরিষদের সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক সুচারু বড়ুয়া, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক আব্দুল আলিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা। এছাড়া প্রফেসর অরুণ বিকাশ বড়ুয়া, প্রফেসর জাফর আহমেদ, প্রফেসর সুসেন বড়ুয়া, প্রফেসর শাহ মোহাম্মদ আলমগীর, প্রফেসর প্রদীপ বড়ুয়া, প্রফেসর মো. জসিম উদ্দিন, প্রফেসর রঞ্জিত দত্ত, প্রফেসর জাহেদা বেগম ও সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ মোহসীনসহ অনেকেই যোগ দেন।
অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর আবেগমাখা কণ্ঠে বলেন, “আজ আমি নিজেকে সার্থক মনে করি। ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া এই সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি সবসময় চেয়েছি তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে।”
তাঁর বক্তব্যে আবেগে নিস্তব্ধ হয়ে যায় পুরো অডিটোরিয়াম। ফুলেল শুভেচ্ছা জানায় বোয়ালখালী প্রেস ক্লাব, ব্যবসায়ী সমিতি, কলেজ কর্মচারী, রোভার স্কাউট ও রেড-ক্রিসেন্ট সদস্যরা।
দিনটি শেষ হয় এক অম্লান স্মৃতির পরিসমাপ্তি টেনে—যেখানে বিদায় শুধু বিদায় নয়, বরং একজন আদর্শ শিক্ষকের জীবনগাথা হয়ে রইল সবার মনে।
Leave a Reply