1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুব উদ্যোগে চট্টগ্রামে জলবায়ু বান্ধব বাজেট ও দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের সক্রিয় অংশগ্রহণে এডভোকেসি সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ঝিরির কুপে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া কালীগঞ্জে মৎস্য চাষীদের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রোজেক্টের ওয়ার্কশপ অনুষ্ঠিত বিমানবন্দরে আটকে দেয়া হলো আন্দালিব পার্থর স্ত্রীকে কালুরঘাট দ্বিতীয় সেতু এখন স্বপ্ন নয় সত্যি হতে চলেছে বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কিডনি রোগী কল্যাণ সংস্থার সভায় ওয়াহিদ মালেক– “কিডনি রোগ যে মহামারীর মত রূপ নিচ্ছে”। বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের বৈশাখী ১৪৩২ মেলা ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন। ছাত্রদল নেতা-কর্মীদের মারধর করা ছাত্রলীগ নেতাই এবার তাদের কর্মসূচিতে সাবেক এমপি সংগীত শিল্পী মমতাজ বেগম ঢাকায় গ্রেপ্তার

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ব‍্যাপক আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

  • সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ পঠিত

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদকঃ

২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশন, ইউকে এর উদ্যোগে এসোসিয়েশনের নিজ অফিসে এক আলোচনা সভা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত আলোচনায় সঞ্চালনা করেন ট্রাস্টি মোহাম্মাদ আলী রেজা ও শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে হাকিম তেলোয়াত করেন মিলানো জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা জোনায়েদ সোবহান। সভায় সভাপতিত্ব করেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের সম্মানিত ট্রাস্টি ব‍্য‍ারিস্টার আবুল মনসুর শাহজাহান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অফ বারকিং এন্ড ডেগেনহাম এর সম্মানিত মেয়র কাউন্সিলর মঈন কাদেরি, নিউহাম বারার স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটস এর স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, বারকিং এন্ড ডেগেনহাম এর কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কেবিনেট মেম্বার ফর এনফোর্সমেন্ট এন্ড কমিউনিটি সেফটি, কাউন্সিলর মুজিবুর রহমান, লন্ডন বারা অফ নিউহাম। জনাব গোলাম মোস্তফা , সভাপতি যুক্তরাজ্য উদীচী শিল্প গোষ্টি । এছাডা জনাব ইঞ্জিনিয়ার আলামগীর, উপদেষ্টা জিসিএ । এছাডাও মুক্তিযুদ্ধা কামাল দেওয়ান , বিশিস্ট নাট্যকার তাপস চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর আলোচনায় অংশ গ্রহন করেন মেয়র কাউন্সিলর মঈন কাদেরি, স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কাউন্সিলর মুজিবুর রহমান, গোলাম মোস্তফা, মুক্তিযুদ্ধ এর সংগঠক জিসিএ উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলামগীর, এছাডাও মুক্তিযুদ্ধা দেওয়ান গাজী।

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, ব্যরিসটার আবুল মনসুর শাহজাহান, শওকত মাহমুদ টিপু, মোহাম্মাদ কায়সার, মাসুদুর রহমান, কুতুবুল আলম, রাজ্জাকুল হায়দার বাপ্পী, শওকত উসমান, নরুন নবী, আসমা আলম, ডাক্তার মিফতাউল জান্নাত প্রমুখ।

কবিতা আবৃতিতে অংশ গ্রহন করেন, লুনা তানজিনা, আসমা আলাম ও মোহাম্মাদ আলী রেজা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বেশ কিছু সংখ্যক শিশুরা অংশহ গ্রহন করেন। অনুষ্ঠানে বিজইয়ীদের পুরস্কিত করা হয়। নরুন নবীর সঞ্ছালনায় পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শম্পা দেওয়ান, নরুন নবী, মাহবুবুল আলাম সায়েদ, শওকত মাহমুদ টিপু, মীর রাশেদ আহমেদ প্রমুখ।

সভার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসী বাঙ্গালিদের সাহসী ভুমিকা তুলে ধরেন। মুক্তিযুদ্ধের গুরুত্ব আমদের করনীয় নিয়ে আলকপাত হয়।

বক্তারা প্রবাসে নুতন প্রজন্মের কাছে, নিজ নিজ পরিবারের সন্তানদের মধ্যে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সহজভাবে তুলে ধরতে অভিবাবকদের প্রতি আহবান জানান। তারা বাংলাদেশ সম্পর্কে জানতে না পারলে আগামীতে প্রবাসে নুতন প্রজন্ম চিন্তা চেতনার দিক থেকে বাংলাদেশ থেকে বিছিন্ন হয়ে পডবে।

শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর ধনে ধন্য পুস্পে ভরা গান টি সমবেত কন্ঠে পরিবেশন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট