1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে ৪৭ কোটি টাকা লোপাট সাবেক ভূমিমন্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে দুদকের ৭ মামলা আনোয়ারায় চাঁদাবাজি ও হামলার মামলার পলাতক আসামি গ্রেপ্তার। আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল নানিয়ারচর প্রেস ক্লাবের উন্ন‌য়নে চেয়ার-টেবিল প্রদান ক‌রে‌ছে নানিয়ারচর জোন চট্টগ্রাম বিভাগে ১১টি জেলার সেরা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা বর্ণাঢ্য আয়োজনে ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির মহল্লা উৎসব অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সাংগুর বোর্ড মিটিং ও শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা প‌রিবা‌রের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ঐতিহ্যবাহী কদম মোবারক মুসলিম এতিমখানায় ৩৩০ এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

পটিয়া শিল্পবাড়ি চারুকলা  একাডেমির পরিক্ষা সম্পন্ন 

  • সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৭১ পঠিত

সেলিম চৌধুরী:

চট্টগ্রামে পটিয়া শিল্পবাড়ি একাডেমির পরিক্ষা সম্পন্ন হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার বিকেলে  পটিয়া শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর্ট পরীক্ষা সম্পন্ন হয়। উক্ত পরীক্ষায় তিন শতাবধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন পটিয়া শিল্পবাড়ি চারুকলা একাডেমী পরিচালক শিল্পী নয়ন দে,  সিনিয়র শিক্ষক পাপড়ি দে, অনুপম  দাশ,অনিক  দে, ফাহমিদা সুলতানা তাসপিয়া, বর্ষা বড়ুয়া জয়া বড়ুয়া, অগ্নিলা শর্মা দিয়া, শুভ দাস, পূজা দাস, সিদ্ধাত পালিত, আনন্দ আচার্য  পায়েল সহ আরোও অনেক উপস্থিত ছিলেন। এছাড়া পরীক্ষার ভ্যানু পরিদর্শন করে সাংবাদিক আবদুল হাকিম রানা ও সাংবাদিক সেলিম চৌধুরী সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা জানান,

শিল্প মাধ্যমগুলোর ভেতর চিত্রশিল্প একটি অন্যতম শক্তিশালী মাধ্যম। চিত্রের ভাষা চিরন্তন। দেশ-কাল-পাত্রের সীমানা ছড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত।

আমাদের পটিয়া এক স্বনামধন্য স্থান।

দুইশত বছর পূর্বে এটি প্রতিষ্ঠিত।

প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার পটিয়ার ধলঘাট ইউনিয়নে অবস্থিত।

সেই সাথে,

আবদুল করিম সাহিত্য বিশারদ  চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাচীন পুঁথি আবিষ্কার, সংগ্রহ, সংরক্ষণ, সম্পাদনা ও গবেষণায় অসাধারণ নিষ্ঠা, দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় প্রদান করেন তিনি।

আর এই স্বনাম ধন্য পটিয়ারই এক অনন্য আর্ট স্কুল পটিয়া শিল্পবাড়ি আর্ট স্কুল।

“শিল্পবাড়ি আর্ট স্কুল” আমাদের পটিয়ার ক্ষুদে শিল্পীদের দক্ষতার বিকাশ এবং তাদের প্রতিটি স্বপ্নকে ছবি আঁকা মাধ্যমে রুপ দিচ্ছে খুব সুন্দর ভাবে।

এই আর্ট স্কুলে প্রতিটি শিক্ষার্থীকে খুব যত্ন সহকারে তাদের চিত্রকল্প শেখানো হয়।

শিল্পবাড়ি চারুকলা একাডেমি  প্রধান পরিচালক  শিল্পী নয়ন দে আবৃত্তি শিল্পী গোতম চৌধুরী এবং  সহকারী সিনিয়র শিক্ষক অনাম দাশ, পাপড়ী দে,বর্ষা বড়ুয়া, অগ্নিলা শর্মা দিয়া,তাসপিয়া,অনিক দাশ,সুদীপ্ত সেন,পায়েল,সিদ্ধার্থ পালিত ,শুভ চৌধুরী,পূজা দাশ গণ তাদের সর্বোচ্চ টুকু দিয়ে শিক্ষার্থীদের শিখিয়ে যাচ্ছেন। তাদের চর্চার ধারা চলমান রাখছে সঠিক নিয়মে এবং পদ্ধতিতে।

শিল্পবাড়ি চারুকলা একাডেমি  যেসব মাধ্যম সমূহ শেখানো হয়: পেস্টেল,জলরং,স্কেচ,এক্রোলিক পেইন্টিং,তেলরং ইত্যাদি।  প্রত্যেক শিক্ষার্থীই প্রতিটা মাধ্যমে পারদর্শী হয়ে উঠছে। যাতে করে তাদের প্রতিভা এবং দক্ষতার দ্বারা পরবর্তীতে নিজেদের ভালো একটা পর্যায়ে দার করাতে পারে।

একটি চিত্র হাজার শব্দের চেয়েও শক্তিশালী’। চিত্রকলা তাই মানুষের অন্তরের অন্তর্নিহিত ভাষা ও বোধ। এই বোধ যখন যখন একটি শিল্পীর মাঝে এসে যায় তখন সে তার আবেগ, ইচ্ছে, স্বপ্ন দের ফুটিয়ে তোলে কাগজে এবং ক্যানভাসে। শিল্পবাড়ি চারুকলা একাডেমী ও সেই ধারায় শিখিয়ে যাচ্ছে।  পটিয়ার সংস্কৃতি এবং ঐতিহ্য যাতে প্রতিটি ছেলে মেয়ের মাঝে অটুট থাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট