1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ মে ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ,কে,এম ফজলুল কাদের চৌধুরীর অসমান্য অবদান জাতির সামনে তুলে ধরা হউক – আনিস ওয়ারেচী বোয়ালখালীতে ছাত্রদলের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত যুব উদ্যোগে চট্টগ্রামে জলবায়ু বান্ধব বাজেট ও দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের সক্রিয় অংশগ্রহণে এডভোকেসি সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ঝিরির কুপে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া কালীগঞ্জে মৎস্য চাষীদের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রোজেক্টের ওয়ার্কশপ অনুষ্ঠিত বিমানবন্দরে আটকে দেয়া হলো আন্দালিব পার্থর স্ত্রীকে কালুরঘাট দ্বিতীয় সেতু এখন স্বপ্ন নয় সত্যি হতে চলেছে বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কিডনি রোগী কল্যাণ সংস্থার সভায় ওয়াহিদ মালেক– “কিডনি রোগ যে মহামারীর মত রূপ নিচ্ছে”।

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।

  • সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১২১ পঠিত

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে বান্দরবান সদরে কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। উক্ত সেবা কাজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা -৩ এর গভনর (ইলেক্ট) এপে. সৈয়দ মিয়া হাসান, অতীত জেলা গভনর এপে. কামাল পাশা. এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতিত সভাপতি এপে. মোজাম্মেল হক, কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মেরি ভট্টাচার্য । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু। প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক মো: নুরুল আমিন চৌধুরী আরমান তার বক্তব্য বলেন, এপেক্স একটি আন্তরজাতিক সেবা সংগঠন সেবা কাজের অংশ হিসাবে কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরনের এই প্রগোমের আয়োজন করা হয়েছে। এপেক্স ক্লাব অব বান্দরবান এই উদ্যোগ প্রসংশনিয়। সমাজের কম ভাগ্যবানদের পাশে দাড়ানোর এপেক্স ক্লাব অব বান্দরবানের এই উদ্দেগ্য অন্যান্য সেবা সংগঠনকে অনুসরন করা উচিত। আশা করি এপেক্স ক্লাব অব বান্দরবানের এই সেবামূলক কাজ চলামান থাকবে। বিষেশ অতিথি জেলা গভর্নর (ইলেক্ট) এপে. সৈয়দ মিয়া হাসান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তারাই একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মনে রাখবেন একজন শিক্ষার্থীর ভিত্তি শক্তিশালী করার প্রথম ধাপ হলো মায়ের হাতে শিক্ষা খড়ি। তাই প্রতিটি মায়ের নৈতিক কর্তব্য হলো তার সন্তানের সঠিকভাবে দেখাশোনা করা। বিশেষ অতিথি স্কুলের প্রধান শিক্ষক মেরি ভট্টাচার্য্য শিক্ষাসামগ্রী বিতরনের জন্য কাসেম পাড়া স্কুলকে নিবাচন করা জন্য এপেক্স ক্লাব অব বান্দরবানকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতি এপে. নিনি প্রু উক্ত সেবামূলক কাজে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণকে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন এই ধরনের সেবামূলক কাজ আগামিতে ও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট