আনোয়ার হোছাইন
(নাইক্ষ্যংছড়ি) বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাহেদুল ইসলাম রাব্বি (১৮) নামের এক ডাকাত’কে অস্ত্রসহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ধৃত ডাকাতের কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও এ্যামোনিশন (৩ রাউন্ড গুলি) জব্দ করা হয়।
আটক জাহেদুল ইসলাম রাব্বি (১৮) বাইশারী ইউনিয়নস্থ পশ্চিম নারিচবুনিয়া এলাকার লাল মিয়ার ছেলে।
ধৃত জাহেদুল ইসলাম রাব্বি’র (১৮) স্বীকারোক্তিতে জানা যায় , ডাকাত টিমের একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, ১১ বিজিবি অভিযান পরিচালনা করে বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া থেকে জাহেদুল ইসলাম রাব্বি (১৮) নামের এক ডাকাতকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। সে ডাকাত দলের প্রধান লেংড়া আবছারের টিমে সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতি ও অপকর্ম করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply