1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে নির্মিত হলো ‘ভালো থেকো ছায়া’ শিরোনামে অমিত প্রেমের কবিতা চিত্র || উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সীতাকুণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন “ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার” চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন‌ের আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ কবিতাঃ বৃষ্টি পড়ে -স্বর্ণা তালুকদার রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা

রাষ্ট্র প্রতিটি নাগরিকের অধিকার দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ -ড. আ ফ ম খালিদ হোসেন।

  • সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ পঠিত

চট্টগ্রামের সনাতনী সমাজের সাথে মতবিনিময়কালে মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রাষ্ট্র প্রতিটি নাগরিকের অধিকার দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

সুমন দাশ, চট্টগ্রামঃ

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্র প্রতিটি নাগরিকের অধিকার দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের প্রতিটি মানুষের সাংবিধানিকভাবে ধর্মপালন,ধর্মচর্চা,ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও কথা বলার অধিকার আছে। এদেশ আমাদের সকলের। এদেশের চুয়ান্ন বছরের যত অর্জন, সেই অর্জনের পিছনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ী, নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসহ সকলের অবদান আছে। তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। তবে মাঝে মধ্যে কোন দুর্ঘটনা যে হচ্ছে না,তা নয়। ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য সুবিধাবাদী চক্র সচেষ্ট আছে। যারা আমাদের সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা নষ্ট করে দিতে চায়, তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। তাহলে কোন দুর্বৃত্ত আমাদের মধ্যে বিরাজমান শান্তির ফল্গুধারা বিনষ্ট করতে পারবে না। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) সাতকানিয়া উপজেলার এওচিয়া শ্রীশ্রী ব্রহ্মময়ী কালী ও কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চট্টগ্রামের আপামর সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই একথাগুলো বলেন।
মন্দির কমিটির সভাপতি অমিত দত্তের সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ- সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক রাজীব দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, মাননীয় ধর্ম উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজিদুর রহমান এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাদুল ইসলাম। বক্তব্য রাখেন বাগীশিপ-কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক শিপুল কুমার দে, যুগ্ম-আহবায়ক অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-পটিয়া উপজেলার সহ-সভাপতি দিলীপ ঘোষ দিপু, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অ্যাডভোকেট সুমন সরকার, সাধারণ সম্পাদক গৌতম দাশ, বাগীশিপ-চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্লদাশ, লায়ন দেবাশীষ দাশ নয়ন, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক আহবায়ক আশুতোষ চক্রবর্ত্তী, আহবায়ক রাজীব ধর, যুগ্ম-আহবায়ক সৈকত পালিত রাসেল, সত্যপদ তালুকদার বাবলা, ডা. সুশান্ত শীল, দীপক কান্তি শর্মা, সুবল দে, পলাশ দাশ, নরেন সাহা, রঞ্জন বৈদ্য, উত্তম দাশ, চিন্ময় দাশগুপ্ত, জয় দাশ, অঞ্জয় শীল, অর্ক বিশ্বাস, সুব্রত দাশ পাপ্পু, রকি ধর, অনিক দাশ, নিউটন দাশ, মন্দির কমিটির সহ-সভাপতি অজিত সেন, বিমল চক্রবর্ত্তী, দুলাল চক্রবর্ত্তী, সুভাষ চৌধুরী, রতন দাশ, পূজারী বাবুল ভট্টাচার্য্য। মতবিনিময় সভা শেষে মাননীয় ধর্ম উপদেষ্টা মৈত্রী ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যাতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য অতিথিশালা, মাতৃনিবাস ও দাতব্যচিকিৎসালয়ের সেবা গ্রহণের সুযোগ থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট