1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” চট্টগ্রামে মানববন্ধনে বক্তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত, সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চালের মূল্যবৃদ্ধি ঠেকাতে জরুরি পদক্ষেপের দাবি বান্দরবানে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান। বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার পিস ইয়াবাসহ ১জন’কে আটক করেছ পুলিশ সীতাকুন্ডে চিচিংগায় বাজিমাত বাঘাইছড়িতে অসুস্থ আশিকুর রহমানের পাশে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম পথ শিশু, পথচারী, এতিম ও হেফজখানায় মৌসুমী ফল বিতরন করল প্রয়াস আমিরাতে আগুন নেভাতে নিজের ক্রেন মোতায়েন করে সাহায্য এশিয়ান প্রবাসীর, পেলেন বীরত্বের সম্মাননা ৯৫ হাজারের স্থলে ৪৫ হাজার টাকা ক্ষতিপূরন আদায় সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় বিদ্যু লাইন ক্ষতিগ্রস্ত খোটাখালীর ছড়ায় সেতু না থাকায় ৩০ হাজার মানুষের সীমাহীন দুর্ভোগ ও শত শত শিক্ষার্থীর শিক্ষা ব্যাহত

সংসার কী? কেন তা প্রয়োজন! -লায়ন মোঃ আবু ছালেহ্

  • সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ পঠিত

সম্পাদকীয়ঃ

পরিবার আর সংসার শব্দ দু’টি অনেকটা সাদৃশ্যপূর্ণ। মানুষ সামাজিক জীব, আর সমাজের সাথে মানুষকে সংযুক্ত করতে একটা বড় ভূমিকা পালন করে সংসার। পরিবারের দায়িত্ব পালনের মাধ্যমে একটা শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন হলো সংসার।
মানবজীবনে সংসারের প্রয়োজনীয়তা;
১. দায়িত্ববোধ শেখায়
২. শৃঙ্খলাবদ্ধ হতে সাহায্য করে
৩. বার্ধক্য কালে নিরাপত্তা প্রদান করে
এছাড়াও সংসারের প্রয়োজনীয়তা সংসার জীবনে প্রবেশ না করলে অপরের অভিজ্ঞতার মাধ্যমে জানা সম্ভব নয়।শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।
সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।
সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া।
সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।
সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।
সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।
সংসার মানে হলো এডজাস্টমেন্ট, “তোমার আমার” থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া। সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।
সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।
সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।
সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা “আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও”
সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।
সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়।
সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা “খেয়েছো”?
সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে।
সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দু’জনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট