নিউজ ডেস্ক :
কলম বিডি নিউজ ও কলম টিভির উদ্যোগে গত ১১ মার্চ (মঙ্গলবার) বিকাল ৫ টায় চট্টগ্রাম আন্দরকিল্লা জিএ ভবনে সম্পাদক মো: কুতুব উদ্দীন রাজুর সভাপতিত্বে ও সহ-সম্পাদক ফারদিন এহসান রাফির সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলম বিডি নিউজ ও কলম টিভির উপদেষ্টা মো: কামরুল ইসলাম, পরিচালক মো: সিরাজুম মুনির, কলম একাডেমি লন্ডন বাংলাদেশ শাখার সভাপতি করুনা আচার্য, পরিচালক এস,এম জাহাঙ্গীর হাছান, পরিচালক মো: বেলাল হোসেন সিরাজী, বিশেষ প্রতিনিধি ক ম জামাল উদ্দিন, যীশু সেন, আনোয়ারা প্রতিনিধি শেখ আব্দুল্লাহ শেকাব।
অতিথিরা বলেন, রোজা পালন উন্নত চরিত্র ও আদর্শ সমাজ গঠনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজা পালনের সময় লোভ-লালসা, পাপা চার, মিথ্যাচার, ঝগড়া-বিবাদ, ত্যাগ করা উচিত। অশ্লীল কথা,খারাপ কাজ থেকে সকলকে বিরত থাকা উচিত। এই পবিত্র রমজান মাসে আল কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাসের রোজা মানুষকে পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি দেয়, মানুষের কুপ্রবৃত্তি ধুয়ে মুছে দেয় এবং আত্মা কে দহন করে ঈমানের শাখা প্রশাখা সঞ্জিবীত করে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য ও সন্তুষ্টি সহজে লাভ করা যায়। অতিথিরা কলম বিডিনিউজ ও কলম টিভির পরিচালনা পর্ষদ সহ সকলকে ধন্যবাদ জানান।
সভাপতি সবাইকে আগামীতে কলমবিডি নিউজ ও কলম টিভির পাশে থেকে যে কোন অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ জানান, সকলের উপস্থিতি, সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply