1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পি এইচ আমীন একাডেমী প্রাক্তন শিক্ষার্থী পরিষদ উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ। সুফি সাধক কবি আলী রজা কানু শাহ (রাহঃ)-এর হস্তলিপি : মরমী দর্শনের আধ্যাত্মিক দলিল -সোহেল মো. ফখরুদ-দীন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যো‌গে চট্টগ্রাম বিভাগে কর্মসূচির সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  বিদেশ পাঠানোর নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বাঘাইছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত লক্ষ্মীপুরে প্রশাসনের অভিযানে ভেজাল খাদ্যে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা। ডাকসু নির্বাচন ভিপি পদে ৪৫, জিএস ১৯ প্রার্থী, ভোটার ৩৯,৮৭৪। সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত। ঢাকা বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক।

বোয়ালখালীতে জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে ভক্তদের ঢল বোয়ালখালীতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

  • সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০১ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
শোভাযাত্রা, ভক্তিমূলক সংগীত আর ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে কধুরখীল জগদানন্দ মিশন থেকে শুরু হয়ে পূর্বগোমদণ্ডী শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় রথযাত্রার মূল আনুষ্ঠানিকতা।

রথযাত্রা উপলক্ষে মিশন ও মন্দির প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। সকাল থেকেই ভক্তদের ঢল নামে। বর্ণিল সাজে সজ্জিত রথে শোভা পান শ্রী শ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা। রথযাত্রা শুরুর আগে অনুষ্ঠিত হয় পূজা অর্চনা ও ভক্তিমূলক সংগীত পরিবেশনা।

পূর্বগোমদণ্ডী শ্রী শ্রী লোকনাথ মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার ঘোষ বলেন, ‘জগদানন্দ মিশন থেকে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আমরা লোকনাথ মন্দিরে নিয়ে এসেছি। এটি মূলত প্রতীকীভাবে বাপের বাড়ি থেকে মাসির বাড়ি আসা। দশদিন পর উল্টো রথে তাদের আবার নিজ মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐক্য ও সম্প্রীতির শক্ত বার্তা দেয়। আমরা সনাতনী সমাজের মানুষ একসঙ্গে পথ চলার অঙ্গীকার করি। কাদা ছোড়াছুড়ি নয়, ভ্রাতৃত্ব, সহমর্মিতা আর শান্তি প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই। এই দেশ আমাদের, এই মাটি আমাদের।’

মহাউৎসব পরিচালনা পরিষদের সভাপতি টিটন দে টিটু জানান, রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছিল প্রশংসনীয়। রথযাত্রা শুরুর আগে থেকেই পুরো রুটে নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ছিল পুলিশ ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতি।

এবার বোয়ালখালীতে বিভিন্ন মন্দির ও আশ্রম থেকে মোট ১০টি রথযাত্রা বের হয়। প্রতিটি রথে ছিল ভক্তদের সুশৃঙ্খল অংশগ্রহণ। প্রতিটি মন্দির কর্তৃপক্ষ তাদের নিজ নিজ ব্যবস্থাপনায় পূজা-অর্চনা ও শোভাযাত্রা পরিচালনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট