পটিয়ার স্বনামধন্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৫ বছরপূর্তি অনুষ্ঠান গতকাল ২৬ জুলাই শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
“এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে” স্লোগান নিয়ে ১৫ বছর পূর্তির আয়োজনের মধ্যে ছিল কথামালা ও শুভেচ্ছা জ্ঞাপন, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্টান।
প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি’র সঞ্চালনায় অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক জয়ী বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, কবি ও নাট্যকার অভীক ওসমান, শিক্ষক নেতা ও সংগঠক অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, চবি আইন বিভাগের সাবেক ডিন প্রফেসর এবি এম আবু নোমান, ছড়াকার ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল আলীম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক মনোয়ারুল করিম বাবর, সরকারী কমার্স কলেজের প্রাক্তন অধ্যাপক রহিম উল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাজিম উদ্দীন, সাংবাদিক নেতা আসিফ সিরাজ, কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরী, ডা. তাসলিম চৌধুরী, কবি ও ছড়াকার মোদাচ্ছের আলী, পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের সচিব ডা. শাখাওয়াত হোসাইন হিরু, সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ, শিমুল শীল, গীতা আচার্য, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, শিল্পোদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
রহুল আমিন, মাহবুবুল আলম কায়সার, নাসির উদ্দিন, দৃষ্টি চট্টগ্রাম এর সভাপতি সাইফ চৌধুরী, প্রতিষ্ঠাতা সংগঠক মাসুদ বকুল, সাবের শাহ, বনকুসুম বড়ুয়া নুপুর, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আবদুল হালিম দোভাষ, সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, শিমুল নন্দী, জাবেদ হোসেন, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম এর সভাপতি ফারুক তাহের, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, আবৃত্তি শিল্পী সেলিম রেজা সাগর, রাজিউর রহমান বিতান, রনী চৌধুরী, ইকবাল হোসাইন জুয়েল, রুনা চৌধুরী, ফটো সাংবাদিক কমল দাশ, সাংবাদিক নজরুল ইসলাম, বিশ্বজিৎ দাশ, এপেক্স বাংলাদেশ এর ডিজি সৈয়দ মিয়া হাসান, লিয়াকত আলী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষক রিদোয়ানুল হক, সঙ্গীত শিল্পী প্রমিত বড়ুয়া, নাট্যকার রতন চক্রবর্তী সহ চট্টগ্রাম ও পটিয়ার বিভিন্ন শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের গুণীজন।
উস্তাদ আজিজুল ইসলাম বলেন, মেধাবী ও সুশীল সমাজ বিনির্মানে শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা শিক্ষা সহায়ক কার্যক্রমে জড়িত থাকলে তারা দক্ষ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে। বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী বলেন, ছাত্র-ছাত্রীদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই । পটিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন করে জাগানোর জন্য প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
কবি ও নাট্যকার অভিক উসমান বলেন, প্রত্যয় দীর্ঘ ১৫ বছর ধরে পটিয়াতে শিক্ষা ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হচ্ছে। সৃজনশীল সমাজ নির্মাণে অগ্রণী ভুমিকা পালন করছে। প্রফেসর এবিএম আবু নোমান বলেন, শিক্ষা ও সংস্কৃতির চর্চার মাধ্যমে সমাজ থেকে অন্ধকার দূর করা সম্ভব। দক্ষ ও প্রগতিশীল নেতৃত্ব তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে প্রত্যয়ের কার্যক্রম পটিয়াতে আলো ছড়াচ্ছে।
অনুষ্ঠানে প্রত্যয়ের আবৃত্তি প্রশিক্ষণের সহযোগী হিসেবে বোধন আবৃত্তি পরিষদ ও বিতর্ক প্রশিক্ষণের সহযোগী হিসেবে দৃষ্টি চট্টগ্রামকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রত্যয়ের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে পটিয়া ও চট্টগ্রাম শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষক ও সংগঠকদের মিলনমেলায় পরিণত হয়। আগত অতিথিরা কেক কেটে প্রত্যয়ের ১৫ বছর পূর্তি উদযাপন করেন। আগত অতিথিদের শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রত্যয়ের সদস্যরা। অনুষ্ঠান শেষে একাডেমির সদস্য ও শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
Leave a Reply