1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টাকে চিঠি প্রদান করা হয়। “আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর নেতৃত্ববান বাংলাদেশ”— চট্টগ্রাম সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে জনতার ঢল: অভিযোগ শুনেই ব্যবস্থা নিলেন পুলিশ কমিশনার হাসিব আজিজ চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়ন পেলেন সরওয়ার জামাল সীতাকুণ্ডে জনপ্রিয় নেতার মনোনয়ন প্রদানের দাবীতে বিএনপির জরুরি সভা সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ এর নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)। গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ এপেক্স ক্লাব অব সাতকানিয়ার ডিনার মিটিং ও সেলাই মেশিন বিতরণ চট্টগ্রাম বিজয়ের ৩৫৯ বছর পূর্তি : বুজুর্গ উমেদ খাঁর স্মরণে চট্টগ্রাম ইতিহাস উৎসব সম্পন্ন

ক্লাসরুমের দেয়ালে পোড়া স্মৃতি -শাহিদা জাহান

  • সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৯ পঠিত

 

ঘষেমেজে পরিষ্কার হচ্ছে আগুনে পোড়া ক্লাসরুমগুলো। দেয়াল ধুয়ে মুছে ফেলা হচ্ছে সব দাগ, মেঝে থেকে তুলে ফেলা হচ্ছে ঝলসে যাওয়া মাংসের গন্ধ, রক্তের দাগ, ছেঁড়া হাড়গোড় আর সেই বেদনাময় চিৎকারের ছাপ। যেন কারও না দেখা যন্ত্রণা সরিয়ে ফেলা হচ্ছে ঝকঝকে এক ‘স্বাভাবিকতা’র ভেতর।

রোববার থেকে স্কুল খুলছে আবার, যেন কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিক। শিশুরা ফিরবে বই হাতে, তাদের চোখে আবারও নতুন স্বপ্ন, স্কাই সেকশন, ক্লাউড সেকশনের শিশুরা। চিরচেনা বেঞ্চে বসে খুঁজবে তাদের চেনা পরিচিত বন্ধুদের প্রিয় মুখগুলো। তারা আর ফিরবে না কোনোদিন, বেঞ্চে পড়ে থাকবে শুধু পোড়া গন্ধ আর অজস্র পোড়া স্মৃতি।

কেউ আর কথা বলবে না, কেউ হাসবে না আর, নতুন করে বলবে না কোনো গল্প। শুধু বেঞ্চগুলোতে থেকে যাবে ঝলসে যাওয়া গন্ধ, নীরব নিস্তব্ধতা, একরাশ ভয় তাদের অন্তরে। এই ক্লাসেই তো একসাথে বসে পড়তো, গাইত গান, এই মাঠেই তো তারা দৌড়াতো, এই করিডোরেই টিফিন খেয়ে করতো হইচই।

আজ সেখানে নিঃশব্দ, নীরবতা, দেয়ালগুলো যেন কান্না চেপে রেখেছে ভিতরে। একেক মায়ের বুক ফাটা আর্তনাদ, এক পিতার নিঃশব্দ দাঁড়িয়ে থাকা। আজ তাদের অনেক প্রিয় বন্ধু নেই। তাদের হৃদয়েও আজ ফাঁকা নীরব শূন্যতা। নেই তাদের প্রিয় শিক্ষক। শিক্ষিকারাও চোখ তুলে তাকাতে পারেন না আগের মতো।

তবুও সময় পরিবর্তন নিয়মমাফিক শিশুরা আবার ক্লাসে ফিরবে। নতুন ক্লাস, নতুন সিলেবাস, হাসবে, খেলবে, গান গাইবে, ভুলে যাবে নতুন গল্পের ভিড়ে অনেক কিছু। পুরনো ভালোবাসা হয়তো চাপা পড়বে, পৃথিবী কারো জন্য থেমে থাকে না। মুখস্থ হবে ইতিহাস, ভুলে যাবে সবাই।

যে মা একবার ছুঁয়েছে তার সন্তানের পোড়া লাশ, যে ঠোঁট ছুঁয়েছিল আদরের সন্তানের নিথর কপাল, সে মা কি কোনোদিনও ভুলতে পারবে এই ইতিহাস? সে মা-বাবারা ঘুমোতে গেলে সন্তানের পোড়া গন্ধ টের পায়। চোখ বন্ধ করলেই আগুনের উত্তাপ দেখতে পায়। তার ঘর আলোকিত করা মুখটা আজ আর নেই, আসবে না কখনো, কোনোদিন।

এই ভুলে যাওয়ার পৃথিবীতে হারানোর যন্ত্রণা কখনো মুছে ফেলা যায় না। আদরের সন্তানগুলো পোড়া বেঞ্চের নিচে একটা খোলা বইয়ের পাতায় লেখা থাকবে তাদের এক-একটি অসমাপ্ত রঙিন স্বপ্নের লাইন চুপচাপ পড়ে থাকবে চিরদিন।

লেখকঃ কলামিস্ট ও প্রাবন্ধিক

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট