1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
গণমাধ্যম সংস্কার কমিশন সহ বিভিন্ন কমিশনে বিতর্কিত আদিবাসী শব্দ ব্যাবহারের প্রতিবাদে পি‌সি‌সি‌পি জরুরি সংবাদ সম্মেলন। রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত। আগস্টে ৪৫১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৮। সরকারী মীর ইসমাইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রগ্ৰাম-২০২৫ অনুষ্ঠিত বাঘাইছড়িতে এমএন লারমার ৮৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু। ঈগল পরিবহনের চাকার নিচে দুই সিএনজি, চন্দনাইশে বউ-শ্বাশুড়ি সহ নিহত তিন নিবন্ধনপ্রত্যাশী ১৪৩টি দলের মধ্যে বাছাইয়ে উত্তীর্ণ ২২টি। বহুল প্রতীক্ষার শেষে প্রথমবারের মতো গঠিত হলো ১২ নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কমিটি, রাজপথে আনন্দ র‍্যালী ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি।

জায়গা দখল নিতে প্রবাসী সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

  • সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৬৬ পঠিত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের মিরসরাইয়ে কুয়েত প্রবাসী সাংবাদিক সাদেক রিপনের জায়গা দখল নিতে ভাংচুর ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ভূমিদুস্য ফখরুল ইসলাম খান সিআইপির বিরুদ্ধে। ২টি ফৌজদারী আইনে মামলা, একটি আইসিটি মামলা সহ ৩টি মামলা দেওয়ার পর আরও মামলা দেওয়ার হুমকি দিয়েছে ওই প্রবাসী পরিবারকে।

মৌজা পূর্ব হিঙ্গুলী বিএস খতিয়ান ২৬৯ বিএস দাগ নং ১৪২৩ সাড়ে ৬ শতক জায়গার বিরুদ্ধে মিছ মামলা নং-৬৪২/২০২০, ধারা-ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার মামলা দায়ের করে। উল্লেখিত মিছ মামলার কাগজপত্র যাছাই বাছাই করে দেখা যায় ওই মামলার বিবাদী রসুল আহম্মদ ও হেদায়েত উল্লাহ এবং ভিন্ন জায়গা, ভিন্ন দাগ, ভিন্ন খতিয়ান। মামলায় উল্লেখিত জায়গা ও খতিয়ান নামের সঙ্গে কোন মিল নেই। মিথ্যা ও ভুয়া তথ্য দিয়েছে মামলা দায়ের করে হয়রানি করা উদ্দেশ্যে।

প্রবাসী আবুল বশর পূর্ব হিঙ্গুলী মৌজার ক্রয়কৃত জায়গা পাশের জমির মালিক জসিম উদ্দিনের নামে নামজারি বিএস খতিয়ান করে পেলেন। পরবর্তীতে নামজারির বিষয়টা আবুল বশরের দৃষ্টিগোচর হলে ঐ বিএস খতিয়ানের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসে ১৭.০৫.২০১৫ সালে বিবিধ মোকদ্দমা নং-৮০/১৫ আবেদন করলে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে উপজেলা ভূমি অফিস হতে আমাদের পক্ষে রায় দেওয়া হয়। সেই রায় অনুসারে ১৫.০৭.২০১৭ সালে বিএস খতিয়ান নং- ৬৩৮৫, সম্পন্ন হয়। এরপর খাজনা রশিদ নং-ট ৬৭২৬৭১, উপজেলার মৌজা পূর্ব হিঙ্গুলী ১৪২৩ দাগের ০.০৬৫০ শতক জমির মালিক।

জানা গেছে, উপজেলার ধুম ইউনিয়নের কুয়েত প্রবাসী আবুল বশর দীর্ঘ ২৮ বছর প্রবাসে থাকতেন। প্রবাসী আবুল বশর শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের জানুয়ারি মাসে দেশে আসলে করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় আর ফিরতে পারেন নাই। প্রবাসে যেতে না পেরে দুঃখ দূর্দশা দূর করার জন্য হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকায় নিজ জমির উপর মুরগির খামার দেওয়ার জন্য প্রায় ২ মাস যাবৎ একটি খামার তৈরি করেন।
যা গত ৩০ এপ্রিল সকালে ফখরুল ইসলাম খান সিআইপির প্রতিষ্ঠান এফ.আই.কে ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপক জিয়া উদ্দিন বাবলু, কর্মকর্তা মো. আজিজুল হক, মো. ফাহাদ, জিয়াউর রহমান, মো. আক্কাস, দ্বীন মোহাম্মদ, সিরাজুল ইসলাম সহ ১০/১২ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে খামার ভাংচুর করে। ভাংচুরের দৃশ্যটি ভিডিও করতে গেলে প্রবাসীর ছেলে কলি ও রাহাত কে মারধর করে কলির মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে বিষয়টি তারা বারইয়ারহাট পৌর মেরর রেজাউল করিম খোকনকে জানালে, তিনি বিষয়টি মীমাংস করে দিলে তারা চলে যায়।

পরবর্তীতে কুয়েত প্রবাসী আবুল বশর ও তার দুই ছেলের নামে হামলাকারী মো. আজিকজুল হক বাদী হয়ে চট্টগ্রাম কোর্টে সিআর-মামলা নং ৭০/২০২১ দায়ের করে অপর এক ভাংচুর হামলা জড়িত মো. ফাহাদ (৩৩) বাদী হয়ে সিআর-মামলা নং-৬৫/২০২১ ফৌজদারী মামলা দায়ের করেন জোরারগঞ্জ থানায়।

আবুল বশরের বড় ছেলে গত ৫বছর যাবৎ কুয়েত প্রবাসে রয়েছেন। দেশে পরিবারের উপর হামলা ও মামলার বিষয়ে খোঁজ খবর নিতে বিদেশ হতে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলে ভাংচুরকারী জিয়া উদ্দিন বাবলু বাদী হয়ে কুয়েত প্রবাসী একাত্তর টিভির রিপোর্টার সাদেক রিপনের নামে তথ্য ও প্রযুক্তি আইনে নং (১৯/২০২১) আইসিটি আইনে মামলা দায়ের করেন। মামলা ৩টি বর্তমানে জোরারগঞ্জ থানায় তদন্ততাধীন আছে।

কুয়েত প্রবাসী সাংবাদিক সাদেক রিপন জানান, ভূমিদস্যু ফখরুল ইসলাম খান সিআইপি ও তার সিন্ডিকেটের সদস্যরা টাকার প্রভাব ও জোর খাটিয়ে বিভিন্ন জনের জমি জবর দখল করে আসছে। তাদের হামলা মামলা ও হুমকি দমকিতে আমার পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্থ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। আমার প্রবাস ফেরত বাবা ও পরিবারের সদস্যরা মিথ্যা ৩টি মামলার বিবাদী হয়ে এর থেকে রেহাই পেতে বিভিন্ন মহলের ধারে ধারে ঘুরছে।

মামলার বাদী ফখরুল ইসলাম খান সিআইপির প্রতিষ্ঠান এফ.আই.কে ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপক জিয়া উদ্দিন বাবলু বলেন, জায়গাটি নিয়ে খরিদা সূত্রে ফখরুল ইসলাম খান সিআইপি মালিক। এটার নামজারি নিয়ে আদালতে মিছ মামলা চলছে। যা এখনো বিচারাধীন। এটি অবৈধভাবে দখল করতে চায় আবুল বশর ও তার পরিবার। আবুল বশর সন্ত্রাসী নিয়ে আমাদের লোকজনের উপর হামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সুফল চন্দ্র সিংহ বলেন, উক্ত জমিটি নিয়ে আদালতে মামলা চলতেছে। আদালতের রায়ে জমির মালিকানা নির্ধারিত হবে। মামলা শেষ না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলাটিও তদন্তাদীন রয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট