সুমন চৌধুরী,
বান্দরবান সদর প্রতিনিধিঃ
বান্দরবানে বিকাশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকাশ লিমিটেড এর সহযোগিতায় বান্দরবান জেলা পুলিশ কর্তৃক আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মেজর এ কে এম মনিরুল করিম (অব) ইভিপি ও এইচওডি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড।’
এতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন
‘আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান সময়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিশেষ করে বিকাশ এর মাধ্যমে আর্থিক লেনদেন সহজ হলেও, এর অপব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্রতারণামূলক কল, মিথ্যা পুরস্কারের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া, হ্যাকিং ইত্যাদির মতো ঘটনা সমাজে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ প্রযুক্তি নির্ভর অপরাধ প্রতিরোধে বদ্ধপরিকর। বিকাশ লিমিটেডের সঙ্গে যৌথভাবে এ ধরনের অপব্যবহার প্রতিরোধে আজকের মতবিনিময় সভা অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুলিশের গোয়েন্দা দক্ষতা এবং বিকাশ লিমিটেডের প্রযুক্তিগত সক্ষমতা একত্রিত করে আমরা এই চক্রকে চিহ্নিত ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো।
একইসাথে জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করতে হবে যেন সাধারণ জনগণ এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়ে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাকে নিরাপদ ও নির্ভরযোগ্য রাখতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা।
এ-সময় বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ’সহ মামলা তদন্তকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।’
Leave a Reply