বিশেষ সাংবাদদাতাঃ
সাংবাদিকতা কোনো সহজ পেশা নয়, বরং এটি এক চ্যালেঞ্জময় পথচলা। সত্য সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের নানান বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়। তবু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ছাড়া সমাজের প্রকৃত চিত্র ফুটে ওঠে না। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
হাটহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসলাম পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম জহিরুল ইসলাম।
প্রধান অতিথি এস এম জহিরুল ইসলাম বলেন,“সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের সবসময় ঝুঁকির মুখে পড়তে হয়। তবুও সমাজ পরিবর্তনের জন্য এ পেশার বিকল্প নেই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন বলেন,“বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে সামনে এগিয়ে নেয়। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ সামাজিক কর্মকাণ্ডেও যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।”
সাবেক প্রেস ক্লাব সভাপতি এস এম জামাল উদ্দিন বলেন“সাংবাদিকদের কলমই পারে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে। এজন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নয়া বাংলার সম্পাদক এনায়েত উল্লাহ, হাটহাজারী প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শিমুল মহাজন, চবি সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শিপক নাথসহ বিশিষ্টজনেরা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল দিদারুল আলম (অবঃ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, জামায়াতের পৌর আমীর মাস্টার মাহমুদুল করিম, হেফাজতের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ শোয়েব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং ‘ঐক্য’ নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, কৃষি ও মানবসেবাসহ ১৭টি ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা। এ ছাড়া হাটহাজারীর দশজন সাংবাদিককে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালে নবতরুণ ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।
বক্তারা বলেন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ শুধু সংবাদ পরিবেশনেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছে যা প্রশংসনীয়। যে কোনো প্রয়োজনে এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন অতিথিরা।
শেষে অতিথিরা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) সংগঠনের নেতৃবৃন্দদের উত্তরীয় ও ক্রেস্ট পরিয়ে সম্মানিত করেন।
Leave a Reply