আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩নং মারিশ্যা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫ঘটিকায় মুসলিম ব্লক মুন্সি পাড়া সোহেল সওদাগর দোকান সংলগ্ন ময়দানে মারিশ্যা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছব্বত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নাসিম উদ্দিন ও মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইজ উদ্দিন সাজু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চলনায় বক্তব্য রাখেন মারিশ্যা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ আক্কাস আলী ও উপজেলা কৃষি দলের সভাপতি মোঃ আমান উল্লাহ।
এসময় অতিথিবৃন্দ বলেন, শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভার শেষে ৩৩নং মারিশ্যা ইউনিয়নের ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ঘোষণা করা হয়।
Leave a Reply