মোঃ শেখ ফরিদ মিরসরাই।
নিখোঁজের এক দিন পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় বিভুরঞ্জন সরকারের পরিবার গিয়ে মরদেহটি শনাক্ত করে।
জানা গেছে, অন্যান্য দিনের মতো গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে আজকের পত্রিকার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তিনি। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে তার ছেলে ঋত সরকার গতকাল রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিহত বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত ছিলেন।
Leave a Reply