1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
একুশে সংবাদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বোয়ালখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বোয়ালখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ডিসি কারাগারে। তালায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্য আহত! “গণতন্ত্রের প্রদীপ জ্বালাতে রক্তের দাগ বয়ে চলা আন্দোলন -চট্টগ্রামে বিএনপির শপথ”আমীর খসরু চবিতে আরও একদিন জারি থাকছে ১৪৪ ধারা। পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী সংবর্ধিত। প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। চট্টগ্রাম ওয়াসাকে মেয়র ডা. শাহাদাত নিরবিচ্ছিন্ন পানি সরবহার করুন, জনদুর্ভোগ কমিয়ে আনুন।

বান্দরবানে অসহায় নারীকে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব।

  • সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৮ পঠিত

মানবতার অনন্য নিদর্শন।
বান্দরবানে অসহায় নারীকে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব।

(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব বান্দরবান, সাংগু,নীলাচল, গ্রীন সিটির যৌথ আয়োজনে এপে. বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে.মো: নুরুল আমিন চৌধুরী আরমান এর অর্থায়নে বান্দরবান সদরে এক অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
গত ৩০ আগষ্ট শনিবার সকালে বান্দরবানে কমভাগ্যবান এক নারীকে এ সেলাই মেশিন তুলে দেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী, এপেক্সিয়ান এডভোকেট মনিরুল ইসলাম পান্না।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. নাসিম আহমেদ,ন্যাশনাল এনএডি এপে. আদনান হেসেন অনি, জাতীয় অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, পিডিজি ৩ এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি এপে. মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব সাংগুর সভাপতি এপে. বীরলাল তং,সিনিয়র সহ সভাপতি এপে. পাপন বড়ুয়া, এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম, এপেক্স ক্লাব অব খুলনা সিটির সভাপতি এপে. মোরশেদ আলম, এপেক্স ক্লাব অব বান্দরবানের সেক্রেটারি এন্ড ডিএন এপে. নিউ উইন, এপে. ডাক্তার বামং প্রমুখ।
এতে এডভোকেট মনিরুল ইসলাম পান্না বলেন নারীদের স্বাবলম্বী করতে সকলকে এগিয়ে আসতে হবে।
এপেক্স বাংলাদেশ সারাদেশে অসহায় নারীদের নানানভাবে সেবা দেওয়ার কাজ অব্যাহত রেখেছেন মানুষের জন্য এপেক্স বাংলাদেশ নানা প্রকল্পের মাধ্যমে দেশব্যাপি কাজ করে চলেছেন বান্দরবানে ব্যাক্তিগত অর্থায়নে এপে.মো: নুরুল আমিন চৌধুরী আরমান যে উদ্যোগ গ্রহণ করে নিয়মিত মানুষের সেবা দিতে এগিয়ে এসেছেন তা সত্যি প্রশংসনীয়।
এ ধরনের মহতী কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে তা হলেই দেশ আরও সফলতা অর্জন করবে।
পরে অসহায় নারীকে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট