সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোক্তাধিকার ও সড়ক পরিবহন আইনে ৮ মামলায় ১৫ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিকেল সাড়ে ৫ টায় পৌরসদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল। এ সময় সড়ক পথে প্রতিবন্ধকতা তৈরি এবং পন্য মূল্য তালিকা না রাখায় সড়ক পরিবহন আইন ২০১৮ ও ভোক্তিধিকার আইন ২০০৯ ধারায় ব্যবসায়ী ও পরিবহনে জরিমানা প্রদান নির্বাহী ম্যাজিস্ট্রেট।এক ঘন্টার পরিচালিত অভিযানে সহযোগিতা ছিলেন মডেল থানা পুলিশ।
নির্বাহী কর্মকর্তা বলেন, জনর্দুভোগ কমাতে অভিযান পরিচালিত হয়। আগামীতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply