1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
যন্ত্রশিল্পী সংস্হার গুণী শিল্পী -নতুন কুঁড়ি বিজয়ী ও কৃর্তি শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩৫৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ আরব আমিরাত নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনকে সংবর্ধনা। সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন-এ- প্রথমদিন আজ ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাথে সিলেট জেলা প্রশাসকের আলোচনা সভা অনুষ্ঠিত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পেলেন ফেরদৌস আরা বাঘাইছড়িতে মসজিদভিত্তিক বিনামূল্যে বই বিতরণ  সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চলছে মানবাধিকার ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ আবদুল গফুর হালী চট্টগ্রামের মাইজভাণ্ডারী ও আঞ্চলিক গানের কিংবদন্তী শিল্পী 

নরসিংদীতে পুলিশ এর টহল বাড়ানো হয়েছে মোঃ মেনহাজুল আলম পুলিশ সুপার।

  • সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

নরসিংদীতে পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন নরসিংদীতে পুলিশ এর টহল নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়াও চুরি,ছিনতাই,মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে বলেন জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। বক্তব্যে তিনি বলেন পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন,সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদ কর্মীদের ভূমিকা রয়েছে। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।তিনি জেলার আইন শৃঙ্খলার পরিস্থিরি কথা উল্লেখ করে বলেন,চলতি মাসে জেলায় পৃথক পৃথক পাঁচটি ঘটনায় সাত জন খুনের ঘটনার মধ্যে পারিবারিক দ্বন্দ্বে তিনজন,ব্যবসায়িক দ্বন্দ্বে একজন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজন খুন হয়েছে। এ সংক্রান্তে সর্বমোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে আট জনকে গ্রেপ্তার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। অন্যান্য ঘটনায়ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার পুলিশ এর টহল নজরদারি বাড়ানো হয়েছে। চুরি,ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চলমান রয়েছে।তিনি বলেন,আমরা কাজ করছি,জনগণের সাথে কথা বলছি,কোথায় কী সমস্যার কারণে ঘটনা ঘটছে, সমস্যার সমাধান করার চেষ্টা করছি। জেলার কোথায় কোন ধরনের অপরাধ সংঘটিত হয়, আমরা সেসব সমস্যা রোধেও কাজ করছি। সবার সহযোগিতা নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ জেলা গড়তে চাই। এ বিষয় আমাদের জেলা প্রশাসন,সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা ও সহযোগিতা করছে,আমরা সাংবাদিকদেরও সহযোগিতা চাই। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু,সুন্দর পরিবেশে আসন্ন দুর্গাপূজা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বক্তব্য রাখেন সাংবাদিক দের পক্ষ থেকে নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মাখন দাস, সাধারণ সম্পাদক মোবারক হোসেন,সাবেক সাধারণ সম্পাদক এম এ আওয়াল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট