
সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে রোলিং মিলে কর্মরত শ্রমিকের মৃত্যু হয়েছে। রাত ৮ টার সময় বাড়বকুণ্ড জে কে রোলিং মিলে ঘটনা ঘটে। শ্রমিক রাজু (৩০) কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার মুহুরি পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব মালিকানাধীন জে কে রোলিং মিলে প্রতিদিনের কাজ করছিল শ্রমিক। এ সময় কর্মরত শ্রমিকের উপর লোহার পাত পড়লে ঘটনাস্থলে মৃত্যু বরন করে। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে মডেল থানার এস আই রাসেল বলেন,
রোলিং মিলে কর্মরত শ্রমিকের মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থল হতে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply