বোয়ালখালী প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বী মানুষের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বোয়ালখালীর পোপাদিয়া আকুবদন্ডী পুজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
জোটপুকুরের উত্তর পার্শ্বে বীরেন্দ্র লাল রায়ের বাড়ির সামনে তরুণ উদয় সংঘের আয়োজনে আয়োজিত এ পূজামণ্ডপে তিনি উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে এরশাদ উল্লাহ বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। আমরা সকলে মিলে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়তে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply