
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুন্ডে সমূদ্রে ‘মা’ মাছ সংরক্ষনে ৪ আগষ্ট হতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। ঘোষিত নিষেধাজ্ঞা জারী রাখতে মৎস আইনে হাট-ঘাটে প্রচার-প্রচরনার পাশাপাশী অভিযান চলছে। গত ৪ দিনের ৮টি অভিযানে ১৬ জেলেকে আটক হয়। এ সময় ১০ জেলেকে ২৯ হাজার টাকা জরিমানা, ৬ জনকে জেলে প্রেরন, ১ টি বোট জব্দ ও ৮ হাজার মিটার জাল পুড়িয়েছে ভ্রাম্যামান আদালত।
মৎস অফিস কর্তৃক পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি), কোস্টগার্ড ও নৌ-পুলিশ সহযোগীতায় ছিলেন বলে জানান উপজেলা মৎস কর্মকর্তা মোতাছিম বিল্লা। তিনি বলেন,‘সমূদ্রে অবৈধভাবে জাল বসানোর দায়ে ১০ জেলে আইসেনর আওতায় এসেছে। আগামী ২২ দিন মা’ মাছ সংরক্ষনে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।
Leave a Reply