
ঈদগাঁওতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধন হয়েছে তিনদিন ব্যাপী বিজয় মেলা।
১৫ই ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় ঈদগাঁও হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে মেলাটির উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোছাইন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দু সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সাবেক শ্রমীকদল নেতা শফিউল আলম শান্ত, এনসিপি ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব রহিম চৌধুরী সহ্ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।
ইউএনও মীর কামরুজ্জামান কবির জানান, সোমবার, মঙ্গলবার, বোধবার তিন দিন এ মেলা পরিচালিত হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত এ মেলা চলবে।
Leave a Reply