1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাঘাইছড়িতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বিজয় দিবস পালন সীতাকুণ্ডে বিজয় দিবস উদযাপিত বাঁশখালীতে ডিবির চেকপোস্টে অস্ত্রবাহী টেম্পু,৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার, গ্রেফতার- ২ ধানের শীষ সমর্থক গোষ্ঠী আকবর শাহ থানা কর্তৃক আয়োজিত কর্মীসভা ও মতবিনিময় সভা। ২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে সিএইচটি বার্তা ঈদগাঁওতে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন বায়েজিদের কুখ্যাত ধর্ষণের হোতা এলাকায় ঘুরছে বুক ফুলিয়ে

বাঁশখালীতে ডিবির চেকপোস্টে অস্ত্রবাহী টেম্পু,৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার, গ্রেফতার- ২

  • সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অভিযানে ফের বড় ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর পরিচালিত বিশেষ অভিযানে বাঁশখালী থানা এলাকা থেকে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি টেম্পুসহ ২ জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’-এর আওতায় অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের নজিরবিহীন অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বাঁশখালী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি জোরদার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রামগামী পাকা সড়কে মনোয়ারের দোকানের সামনে একটি সন্দেহজনক টেম্পু গাড়ি (চট্ট-মেট্রো-ফ-১১-০২২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে টেম্পু গাড়ির ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

এ ঘটনায় অস্ত্র বহনের সঙ্গে সরাসরি জড়িত খুরশিল আলম (৩২), পিতা—মোঃ সেলিম, সাং—ফরিদপুর, সেলিম মাঝির বাড়ি, হাতিয়া, নোয়াখালী এবং মোঃ হাসান ওরফে আকাশ (২৭), পিতা—জহিরুল ইসলাম, সাং—জঙ্গল কাইয়া, পুখিয়া, ভূজপুর, চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে এসেছে এবং এগুলো কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সঙ্গে সম্পৃক্ত কিনা—তা উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় চট্টগ্রাম জেলার প্রতিটি থানা এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযান আরও বেগবান করা হয়েছে।

অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা পুলিশ বলেছে, আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ আপসহীন অবস্থানে রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট