
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয়ের প্রথম প্রহরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, এপেক্স বাংলাদেশের সার্জেন্ট অ্যাট আর্মস মোহাম্মদ জাহিদুল ইসলাম তুষার, ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৬ ইঞ্জিনিয়ার ফয়সাল ফরিদ চৌধুরী, জেলা–৩ এর এডিটর মোঃ আবু সাঈদ তালুকদার খোকন, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট রুবেল হোসেন নীল, জাবেদুল ইসলাম, মোঃ রাশেদ , সৈয়দা আফিয়াত, সৈয়দা নাজিয়াত,সৈয়দা জোহানাত, খাইরুল ইসলামসহ অন্যান্য এপেক্সিয়ান নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মেহ হাসান বলেন,
> “মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই এপেক্স বাংলাদেশ সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। বিজয় দিবস আমাদের প্রেরণা দেয় দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে কাজ করার। দারিদ্র্যমুক্ত, বেকারমুক্ত, কার্বন শূন্য ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি দারিদ্র্যমুক্ত, বেকারমুক্ত, কার্বন শূন্য ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply