1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ি দক্ষিণ ধর্ম পুরে বিশাল সুন্নী সমাবেশ ২২ ডিসেম্বর সফল করার আহবান আমে‌রিকা প্রবাসী বি‌শিষ্ট ব‌্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ সিআইপি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননায় ভূ‌ষিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলপ্রকাশ ২৫ ডিসেম্বর জাতীয় স্বার্থেই চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হবে, বিবি গভর্নর আকিদার বিবাদে নয় ঐক্য ও মানবিকতায় মুসলমানত্বের জাগরণ প্রয়োজন শত অভিযোগ প্রমাণিত হলেও পদোন্নতি আবু সুফিয়ানের খুঁটির জোর কোথায়? সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় চট্টগ্রামে আতঙ্কের অবসান অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম বিজয় দিবস উপলক্ষে চাকতাইয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুুুুুু্ক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ

আকিদার বিবাদে নয় ঐক্য ও মানবিকতায় মুসলমানত্বের জাগরণ প্রয়োজন

  • সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

মহেশখালীতে যিকরে রাসুল (দ.) ও আযমতে সিদ্দিকে আকবর (রা.) কনফারেন্স এ মাওলানা মঈনুদ্দীন নূরী

আকিদাগত মতভেদ ও বিভাজনের পথ পরিহার করে ইসলামের মৌলিক মানবিক আদর্শ,ভ্রাতৃত্ব ও প্রকৃত মুসলমানত্বের বিকাশ ঘটানোর আহ্বান জানিয়েছেন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা মঈনুদ্দীন নূরী আল কুরাইশী (মা.জি.আ.)।তিনি বলেন,বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে বিভেদ নয়,প্রয়োজন ঈমানি শক্তি,নৈতিক চরিত্র ও রাসুল (দ.) এর আদর্শে আত্মগঠনের।

গতকাল কক্সবাজারের মহেশখালীতে অনুষ্ঠিত যিকরে রাসুল (দ.) ও আযমতে সিদ্দিকে আকবর (রা.) কনফারেন্স এ প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

 

মহেশখালীর ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফ পরিচালনাধীন অরাজনৈতিক ও মানবিক সংগঠন ‘মারকাযে এশায়াতে আহলে সুন্নাত বাংলাদেশ’ মহেশখালী শাখার উদ্যোগে আয়োজিত এই বিশাল কনফারেন্সে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।সাইয়্যিদুল আইয়াদ ফাতেহায়ে দোয়াজ দাহুম এবং হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর বেছাল শরীফ উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে পুরো এলাকা পরিণত হয় এক ঈমানি মিলনমেলায়।

দূর-দূরান্ত থেকে আগত হাজারো আশেকানে রাসুল (দ.) ও আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অনুসারীরা কনফারেন্সস্থলে সমবেত হন।মিলাদ,দরুদ ও যিকরের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখতে গিয়ে পীরজাদা মাওলানা মঈনুদ্দীন নূরী আল কুরাইশী (মা.জি.আ.) বলেন,বর্তমান সময়ে মুসলমানদের বড় দুর্ভাগ্য হলো আমরা আকিদার নামে বিবাদে লিপ্ত হয়ে পড়ছি।অথচ ইসলামের শিক্ষা হলো ঐক্য,সহমর্মিতা ও মানবিকতা। আকিদাগত অহেতুক বিরোধে জড়ানোর পরিবর্তে আমাদের উচিত মুসলমানত্বের বিকাশ ঘটানো।
তিনি আরও বলেন,রাসুলে আকরাম (দ.) আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন,তা শুধু মসজিদে সীমাবদ্ধ রাখার নয়।ব্যক্তি জীবন,সমাজ, রাষ্ট্র সবখানে সেই আদর্শ বাস্তবায়ন করাই প্রকৃত ঈমানদারি।আজ যদি আমরা মানবিকতা,সহনশীলতা ও ভ্রাতৃত্বের শিক্ষা ধারণ করতে পারি,তবে সমাজ থেকে অন্ধকার দূর হবে।

 

বক্তব্যে তিনি হযরত আবু বকর সিদ্দিক (রা.)এর জীবনের নানা দিক তুলে ধরে বলেন,সিদ্দিকে আকবর (রা.)ছিলেন সত্যের প্রতীক,ঈমানের পরিপূর্ণ উদাহরণ।ইসলামের জন্য তাঁর ত্যাগ, রাসুল (দ.)এর প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসা আমাদের জন্য চিরন্তন শিক্ষা।আজকের প্রজন্ম যদি তাঁর জীবন থেকে শিক্ষা নেয়,তাহলে ঈমানি দুর্বলতা দূর হবে।
তিনি মুসলিম উম্মাহকে বিভেদ নয়,ঐক্যের পথে চলার আহ্বান জানিয়ে বলেন,আহলে সুন্নাতের মূল শিক্ষা হলো মধ্যপন্থা, ভালোবাসা ও শান্তি।এই শিক্ষাই আমাদের সমাজকে আলোকিত করতে পারে।

 

কনফারেন্সে প্রধান ওয়ায়েজিন হিসেবে তকরীর পেশ করেন ঢাকার প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুফতি মাসউদ রিজভী (মা.জি.আ.)।তাঁর বয়ানে রাসুল (দ.)এর শান,সাহাবায়ে কেরামের মর্যাদা এবং বিশেষভাবে সিদ্দিকে আকবর (রা.) এর আত্মত্যাগ ও ইসলামের জন্য সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়।

তিনি বলেন,হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর পুরো জীবন ছিল কোরআন ও সুন্নাহর বাস্তব নমুনা।তিনি ছিলেন ঈমানের পরীক্ষায় সর্বোচ্চ উত্তীর্ণ একজন মহান সাহাবি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শাহজাদা সাহিলুর রশিদ নূরী,শাহজাদা সরওয়ার হোসাইন মিরু সহ অন্যান্য বিশিষ্ট আলেম,মাশায়েখ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন,এ ধরনের ধর্মীয় কনফারেন্স মুসলমানদের ঈমানি শক্তি বৃদ্ধি করে এবং সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান,কনফারেন্সে নারীদের জন্য পর্দার সঙ্গে পৃথক বসার সুব্যবস্থা করা হয়েছিল,যাতে তারা শান্তিপূর্ণভাবে তকরীর ও মিলাদ উপভোগ করতে পারেন। পুরুষ ও নারী মিলিয়ে পুরো অনুষ্ঠানস্থলে ছিল উপচে পড়া ভিড়।

দীর্ঘ আলোচনা শেষে মিলাদ,কিয়াম ও সম্মিলিত মোনাজাতের আয়োজন করা হয়।মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ,শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা,মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্ব মানবতার জন্য দোয়া করা হয়। মোনাজাতে অংশ নিয়ে অনেক মুসল্লির চোখে অশ্রু ঝরে পড়ে।

 

সবশেষে তবারুক বিতরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করা হয়।আয়োজকরা জানান,ভবিষ্যতেও ইসলামের মানবিক ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

মারকাযে এশায়াতে আহলে সুন্নাত বাংলাদেশ, মহেশখালী শাখার নেতৃবৃন্দ বলেন,এই কনফারেন্সের মাধ্যমে আমরা সমাজে বিভেদ নয়,বরং রাসুল (দ.) এর আদর্শে ঐক্য ও মানবিকতা প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দিতে চাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট