
মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।
কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী দেখিয়ে ব্যাংক ঋণের প্রায় ৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনিসহ ৯৪ জনের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১২ জানুয়ারি) দুদকের চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল)-এর বিভিন্ন শাখায় গ্রামের কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী হিসেবে দেখিয়ে চলতি হিসাব খুলে ঋণের নামে মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
তদন্তে উঠে এসেছে, ইউসিবিএলের চকবাজার শাখায় মোহাম্মদ হোছনকে ‘হোছন ট্রেডিং’, নুরুল আলমকে ‘কর্নফুলী এম্পোরিয়াম’, মোহাম্মদ জহির উদ্দিনকে ‘জহির ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী দেখানো হয়। এছাড়া পোর্ট শাখায় মিজানুর রহমানকে ‘ক্যাটস আই’, পাহাড়তলী শাখায় শাহজাহানকে ‘শাহ ট্রেডিং’, বহদ্দারহাট শাখায় অমিত মল্লিককে ‘মল্লিক অ্যান্ড ব্রাদার্স’-এর মালিক দেখিয়ে ঋণ উত্তোলন করা হয়।
এ মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও ইউসিবিএলের সাবেক পরিচালক এবং ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশির আহম্মেদ, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, এফএভিপি মোহাম্মদ জসীম উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হোসনি মোবারক জিকোসহ ব্যাংকের একাধিক কর্মকর্তা-কর্মচারী।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী মিলিয়ে মোট ৯৪ জনকে সাতটি মামলায় আসামি করা হয়েছে। তাদের অনেকেই একাধিক মামলার আসামি বলে জানিয়েছে দুদক।
দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের কিছু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলে এই অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply