1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির মহল্লা উৎসব অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সাংগুর বোর্ড মিটিং ও শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা প‌রিবা‌রের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ঐতিহ্যবাহী কদম মোবারক মুসলিম এতিমখানায় ৩৩০ এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সীতাকুণ্ডে কেন্দ্র পরিদর্শনে রাষ্ট্রদূত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মনোনীত হলেন আর.এস.এম. নিজাম উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন। দেড়শো বছরের পুরনো জমিদার বাড়ির মিলনমেলা, শিকড়ের টানে এক হলেন উত্তরসূরিরা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক সম্পন্ন

  • সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮০ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, সংরক্ষণ ও প্রতিষ্ঠায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার বিকাল ৪টায় নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বর্ণাঢ্য আয়োজনে অনুর্ষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজি রিয়াজুল হক। সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কেন্দ্রিয় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। মুখ্য আলোচক বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। আবছার উদ্দিন অলি ও জুঁই চৌধুরীর সঞ্চালয়নায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক বিচারক ড. মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগরের সভাপতি ও তথ্য কমিশনের সাবেক সচিব ও জেলা প্রশাসক মুহাম্মদ মহিবুল হোসেইন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: সাহেনা আক্তার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন এম. জাফর উল্লাহ এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও কলামিস্ট ড. মাসুম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস.এম. আজিজ, উদ্যাপন পরিষদের আহŸায়ক নুরুল আবছার চৌধুরী, সদস্য সচিব আব্দুল মান্নান, মহানগর কমিটির শাহেদ খান আরজু।
অনুষ্ঠানে করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিষ্ঠা ফাউন্ডেশন, মানবিক হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, সংরক্ষণ ও প্রতিষ্ঠায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ইতোমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে। ‘সার্ক’ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ প্রধান উদ্যোক্তা হিসেবে কাজ করেছিল। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর কার্যক্রমও শুরু হয়েছে বাংলাদেশ থেকে। অসহায়, নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত আপামর জনসাধারণের জন্য স্বেচ্ছা কার্যক্রম ক্ষেত্রে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আলমগীর আলাউদ্দিন, শিমুল শীল, পলি শারমিন, সুপ্রিয়া মজুমদার লাকী। জাদু পরিবেশন করেন রাজীব বসাক। জেরিন মিররের পরিবেশনায় ছিল ফ্যাশন শো। নৃত্য পরিবেশনায় ছিল সাজ্জাদ হোসেন ও তার দল, জিকি চাকমা ও তার দল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট