1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাইক্ষংছড়ি উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলম। উপজেলা পর্যায়(কলেজ) শ্রেষ্ঠ শিক্ষক২০২৪ হলেন হাজী এম এ কালাম সরকারি কলেজ এর মুজাহিদুল ইসলাম সংগঠক মাছুমা কামাল আঁখির মৃত্যুতে শোকসভা চট্টগ্রামের থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী মাহির, হতে চান আদর্শ শিক্ষক চন্দনাইশ গাছবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সম্পাদক ফখরু উদ্দীন পটিয়াতে কবি মিনার মনসুরকে নিয়ে প্রত্যয়ের বিশেষ আয়োজন ‘মিনার মনসুর সকাল রোদ্দুর’ এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পল্লবী থানা শাখা কমিটি অনুমোদিত। গরমে স্বস্তি দিতে ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ বাকলিয়ায় ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ারের যাত্রা তৃতীয় ধাপে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৫

উগ্রবাদ প্রতিরোধে তরুণ প্রজন্মের সচেতনতা এবং সম্পৃক্তকা প্রয়োজন – এস আই কামাল হোসেন

  • সময় সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৪৪ পঠিত

দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিস প্রকল্পের আওতায় “উগ্রবাদ প্রতিরোধে শিক্ষক এবং ধর্মীয় নেতাদের ভূমিকা বিষয়ক প্যানেল আলোচনা সভা” কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ হলে অনুষ্ঠিত হয়। রবিবার ( ৩১ জুলাই) এ আয়োজিত এ সভায় প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী থানার সাব-ইন্সপেক্টার মো: কামাল হোসেন , কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসীম উদ্দীন, ফয়জুলবারী ফাযিল (ডিগ্রী )মাদ্রাসার অধ্যক্ষ জনাব ড. মুহাম্মদ খলিলুর রহমান । সভাটি পরিচালনা করেন, দি এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পের প্রোগাম অফিসার, মো: নাসির উদ্দিন। সভার আলোচক কর্ণফুলী থানার সাব-ইন্সপেক্টার মো: কামাল হোসেন বলেন, ” উগ্রবাদ প্রতিরোধে পারিবারিক শিক্ষার কোন বিকল্প নাই। উগ্রবাদ প্রতিরোধে তরুণ প্রজন্মের সচেতনতা এবং সম্পৃক্তকা প্রয়োজন । তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা সাধারন জনগনের সহায়তায় জঙ্গীবাদ নিরসনে কাজ করছে। আমরা বিভিন্ন পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করি, এবং সামাজিক মাধ্যমে তার কার্যকম, কি ধরনের তথ্য সে সরবরাহ করছে তা আমরা যাচাই করি এবং তার উপর ভিত্তি করে সে যদি অপরাধী হয় তাহলে তাকে আমরা বাংলাদেশের আইন অনুসারে আইনের আওতায় নিয়ে আসি।

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসীম উদ্দীন বলেন,উগ্রবাদ প্রতিরোধে আমাদের শিক্ষকদের ভূমিকা ব্যাপক । আমরা কøাসে নিয়মিত এ বিষয়ে পাঠদান করে থাকি । কেননা উগ্রবাদ, সহিংস উগ্রবাদ, সন্ত্রাসবাদ সম্পর্কে ছাত্র ছাত্রীদের সঠিক জ্ঞান না দিলে তারা বিপথে চলে যেতে পারে । তাই আমি আমার কলেজে প্রায় প্রতিটি সেমিনারে ছাত্র ছাত্রীদের সাথে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করি । আমরা মানুুষ গড়ার কারিগড় । আমাদের থেকেই তারা ভালো মন্দ শিখে থাকে । তাই আমাদের সকলের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত ।
ফয়জুলবারী ফাযিল (ডিগ্রী )মাদ্রাসার অধ্যক্ষ জনাব ড. মুহাম্মদ খলিলুর রহমান বলেন, ইসলাম তো দূরে থাক কোনো ধর্মই উগ্রবাদকে সমর্থন করে না । আমাদের শেষ নবী তিনি শান্তির বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে গেছেন । কাজেই এই শান্তির ধর্র্ম কখনোই উগ্রবাদের কথা বলে না । উগ্রবাদীরা মূলত ধর্মকে পূজিঁ করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে থাকে । তারা ধর্মের ভূল ব্যাখা মানুষের সামনে উপস্থাপন করে । কাউকে হত্যা করে জান্নাত নসীবের কথা আল্লাহর নবী শিক্ষা দিয়ে যায়নি । কাজেই আমাদের ধর্মের সঠিক জ্ঞান লাভ করতে হবে যেন এসমস্ত ঘটনাগুলো আমরা যথাযথ মোকাবেলা করতে পারি ।
আলোচনা সভায়, কর্ণফুলী থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষক, এবং সার্বিক সহযোগিতায় দি এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি উপজেলা কো- অর্ডিনেটর, মজিবুর রহমান নয়ন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট