রতন বড়ুয়া, চট্টগ্রামঃ
আন্তর্জাতিক বরেণ্য বৌদ্ধ ধর্মীয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, সংগঠক, সমাজসেবী, শিক্ষাবিদ
আচার্য প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া’র
স্মরণ সভা ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।
সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ এই শোক ও স্মরণসভার আয়োজন করেন। সেন্টারের নব নির্বাচিত সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ আচার্য প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপমহাদেশের বরেণ্য সমাজ-বিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন প্রধান অতিথি হিসেবে কথা থাকলেও অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন। বিশিষ্ট চিকিৎসাবিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী’র সহযোগী সম্পাদক, বাংলা একাডেমী’র পুরষ্কারপ্রাপ্ত, শিশু সাহিত্যিক রাশেদ রউফ ।
সংগঠনের মহিলা সম্পাদিকা শুক্লা বড়ুয়ার টিমন ও অর্থ সম্পাদক দেবজিত বড়ুয়ার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া।
শুরুতেই গ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ করেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে.বি.এস আনন্দবোধি থেরো। শোক সঙ্গীত পরিবেশন করেন মৌহিতা বড়ুয়া লতা ও লালন শিল্পী দিলীপ বড়ুয়া।
স্মৃতিচারণ করেন বুদ্ধ জ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডক্টর অর্থ দর্শী বড়ুয়া, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ স্বাথী লেখা বড়ুয়া, গাছবাড়িয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ ডক্টর সুব্রত বরণ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাবেক সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল, চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের সাবেক সভাপতি অলক বড়ুয়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রণব রাজ বড়ুয়া, লায়ন লোকপ্রিয় বড়ুয়া,।
উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার বড়ুয়া রাউজান প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া , আইনজীবী রেবা বড়ুয়া, অসীম কুমার বড়ুয়া মুকুল, লায়ন ছোটন কুমার বড়ুয়া, এপেক্সিয়াল মৃণাল কান্তি বড়ুয়া,রিপন প্রসাদ বড়ুয়া, শ্যামল বড়ুয়া, মহিলা নেত্রী সঞ্চিতা তালুকদার, সনৎ বড়ুয়া, বিনন্দ বড়ুয়া, শিল্পী বড়ুয়া।
সবশেষে নবনীতা বড়ুয়ার পরিচালনায় ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়ার জীবন নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়
Leave a Reply