1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত সংলাপই গণতন্ত্রের অক্সিজেন, বিভেদের রাজনীতি জাতিকে ধ্বংসের পথে নিচ্ছে — আমীর খসরু মাহমুদ চৌধুরী ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান উপজেলা পৌরসভা সহযোগী সংগঠনে বিশাল জনসমাবেশ পটিয়ায় ‘স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন’র মাসব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচির উদ্বোধন। ২০২৬ সালকে ‘পরিবারের বছর’ হিসেবে ঘোষণা করলেন আমিরাতের রাষ্ট্রপতি অধ্যক্ষ হেলালীর পক্ষে কাজীরদীঘিতে জনতার ঢল—উঠান বৈঠকে জাগল পরিবর্তনের অঙ্গীকার এপেক্স ক্লাব অব চিটাগং-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৫ অনুষ্ঠিত কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সম্পাদক নির্বা‌চিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনী ভাবনাঃ লেখা পাঠান এরশাদ উল্লাহকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

ইপিজেড আকমল আলী এলাকায় সম্পত্তির বন্টনের জন্যই খুন হলেন স্ত্রী-সন্তানের হাতে।

  • সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯১ পঠিত

মহানগর প্রতিনিধিঃ

গত বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পতেঙ্গা বোট ক্লাবের এলাকায় ১২ নম্বর ঘাটের একটি ট্রলিব্যাগে মানব দেহের খন্ডিতাংশ পাওয়ার ঘটনার পর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে পুলিশ ব্যুরো অব ইনভেনশন পিবিআই।

হত্যাকাণ্ডে জড়িত ছোট ছেলে সফিকুর রহমান জাহাঙ্গীর ও তার স্ত্রী আনারকলি পলাতক বলে জানিয়েছে পিবিআই।নিহত মো. হাসান (৬১) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী গ্রামের সাহাব মিয়ার ছেলে পিবিআইয়ের সংগ্রহ করা তার জাতীয় পরিচয়পত্রে -এনআইডি) অস্থায়ী ঠিকানা লেখা আছে, সিলেট সদরের সাধুর বাজার সংলগ্ন রেলওয়ে কলোনির জামাল মিয়ার গ্যারেজ।

তবে নিহত হাসানের বুকসহ শরীরের আরও কিছু অংশ উদ্ধার হলেও মাথা এখনও পাওয়া যায়নি। মাথার খোঁজে তল্লাশি চালাচ্ছে সংস্থাটি। হেফাজতে নিয়েছে নিহতের স্ত্রী ছেনোয়ারা বেগম ও বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে। হত্যাকাণ্ডে জড়িত ছোট ছেলে সফিকুর রহমান জাহাঙ্গীর ও তার স্ত্রী আনারকলি পলাতক বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী পুলিশ সুপার এএসপি- একেএম মহিউদ্দিন সেলিম জানান, ২৭ বছর ধরে নিরুদ্দেশ থাকা হাসান সম্প্রতি ঘরে ফিরেছেন। বাঁশাখালিতে তার কিছু পৈতৃক সম্পত্তি ছিল। সেই সব সম্পত্তি স্ত্রী-সন্তানের নামে দিতে বললে তিনি এতে সম্মতি দেননি।

গত ১৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের পকেট গেইট এলাকার জমির ভিলার ৭ নম্বর বাসায় খুন করা হয়েছে।

হত্যাকাণ্ডের ১০ দিন আগে চিকিৎসার নামে হাসানের স্ত্রী চট্টগ্রাম শহরে ছোট ছেলের বাসায় আসেন। হাসানকে খুন করা ওই বাসায় হাসানের ছোট ছেলে তার স্ত্রী-সন্তানসহ থাকেন। ঘটনার দিন বড় ছেলে মোস্তাফিজুরও সেই বাসায় যান। সেদিন রাতে জায়গা-সম্পত্তির বিষয়ে হাসানের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উপস্থিত সকলে মিলে হাসানকে খুন করে। তার মরদেহ ৮ টুকরো করে ট্রলিব্যাগে করে পতেঙ্গা ১২ নম্বর ঘাট এলাকার খালে ফেলে দেওয়া হয়। মাথা এবং বুকসহ শরীরের আরও কিছু অংশ বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে।

ছোট ছেলেই তার বাবার শরীরের টুকরোগুলো বিভিন্ন স্থানে ফেলে দেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পিবিআই কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট