1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে মানববন্ধনে বক্তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত, সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চালের মূল্যবৃদ্ধি ঠেকাতে জরুরি পদক্ষেপের দাবি বান্দরবানে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান। বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার পিস ইয়াবাসহ ১জন’কে আটক করেছ পুলিশ সীতাকুন্ডে চিচিংগায় বাজিমাত বাঘাইছড়িতে অসুস্থ আশিকুর রহমানের পাশে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম পথ শিশু, পথচারী, এতিম ও হেফজখানায় মৌসুমী ফল বিতরন করল প্রয়াস আমিরাতে আগুন নেভাতে নিজের ক্রেন মোতায়েন করে সাহায্য এশিয়ান প্রবাসীর, পেলেন বীরত্বের সম্মাননা ৯৫ হাজারের স্থলে ৪৫ হাজার টাকা ক্ষতিপূরন আদায় সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় বিদ্যু লাইন ক্ষতিগ্রস্ত খোটাখালীর ছড়ায় সেতু না থাকায় ৩০ হাজার মানুষের সীমাহীন দুর্ভোগ ও শত শত শিক্ষার্থীর শিক্ষা ব্যাহত হালিশহরের র‍্যাবের অভিযান, উদ্ধার হলো অবৈধ ভিওআইপি ডিভাইস

দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আনোয়ারা উপজেলাকে আধুনিক নগরায়নের মাধ্যমে প্রয়াত নেতাদের স্মৃতি অম্লান রাখা হোক

  • সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ পঠিত

প্রয়াত নেতাদের স্মরণ সভায় প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ
দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আনোয়ারা উপজেলাকে
আধুনিক নগরায়নের মাধ্যমে প্রয়াত নেতাদের স্মৃতি অম্লান রাখা হোক

আনোয়ারা উপজেলার প্রয়াত জননেতা যারা জীবদ্দশায় বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর হিসেবে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা, ১১ দফা, অসহযোগ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অবিস্মরণীয় অবদান রেখেছেন এ সকল কীর্তিবান রাজনীতিক নেতা, জনপ্রতিনিধির স্মৃতি ও কীর্তিগাঁথা নতুন প্রজন্মের কাছে আলোকপাত করে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং প্রার্থনা অনুষ্ঠান আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ইং চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট হ’লে আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন— চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ—এর সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ। তিনি বলেন, অপরিকল্পিত আনোয়ারার বিভিন্ন স্থাপনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তাই এখন থেকে পরিকল্পনা মাফিক আনোয়ারা উপজেলাকে সাজিয়ে গড়ে তোলার লক্ষ্যে নাগরিক সমাজকে সোচ্চার হতে হবে এবং সরকারকে এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার বিভিন্ন সংস্থাকে তাগিদ দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, বাংলা ভাষার মূল উৎপত্তিস্থল চর্যাপদের মূল কেন্দ্রস্থল এই আনোয়ারায় দেয়াং পাহাড়ের পাদদেশে প্রাচীনকালের গড়ে তোলা পণ্ডিতবিহার বিশ্ববিদ্যালয়টি পুন:প্রতিষ্ঠা করার জোর দাবি জানাচ্ছি। সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছালেহ জহুরের সন্তান আওয়ামী লীগ নেতা এটিএম সেলিমুর রহমান, দক্ষিন জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, কবি মোহাম্মদ আলম, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন শাহ্, কবি ফজলুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আনোয়ারার প্রয়াত বীর সন্তানদের আনোয়ারা উপজেলায় সরকারি বিভিন্ন স্থাপনায় নামকরণ করে তাদের স্মৃতি ধরে রেখে আধুনিক আনোয়ারা গড়ার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট