নিউজ ডেস্কঃ
নগরীর তুলাতলি হতে বহদ্দারহাটের নিত্য দিনের ভাড়া ১০ টাকা হলে ও সিনজি ড্রাইভার ১৫ টাকা দাবী করলে ভুক্তভুগী সাংবাদিক পলাশ সেন বহদ্দার পুলিশ বক্সে আসার আহব্বান করে। তখন উক্ত সিএনজি ড্রাইভার পুলিশ কে উদ্দেশ্য করে গালী গালাজ ও সাংবাদিক পলাশ সেন কে সিএনজি সংগঠনের লোকজন মিলে হেনস্তা করে।তার পরিপ্রেক্ষিতে সাংবাদিক পলাশ সেন চাঁদগাও থানা কতব্যর্রত ডিউটি অফিসার কে অবহিত করলে ডিউটি অফিসার এস আই জামাল কে দ্বায়িত্ব দেন।
উক্ত ঘঠনা এস আই তদন্ত করে গাড়ীটি ও ড্রাইভার সহ সংগঠনের লোকজনের নিয়ে বহদ্দারহাট পুলিশ বক্সে বসেন এবং ২ পক্ষের একটি মুছলেখা নিয়ে মিমাংসা করে দেন। তখন সেইখানে উপস্থিত ছিলেন অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন, অর্থ সম্পাদক মোঃজাবেদ।
এর কিছুক্ষন পরেই আরো একজন ব্যবসায়ী একই স্হানে নতুন ব্রীজ থেকে আসে বহদ্দারহাট। উক্ত ব্যাবসায়ীর কাছ থেকেও অতিরিক্ত ভাড়া বেশী চাওয়ার কারনে এক প্রকার হাতাহাতির ঘটনা সৃষ্টি হয়। আশেপাশে দোকানদার ও ভাসমান লোকজন মুখে শোনা যায় নিত্যদিন একই জায়গাতে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার শিকার হয় সাধারন জনগন থেকে পেশাজিবী মানুষজন।
আরো জানা যায় যে বহদ্দারহাট থেকে নতুনব্রীজ সিএনজির লাইন টা পুলিশকে মাসোহারা পরিচালিত হতে থাকে।
এই বিষয়ে অত্র চাঁদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাথে যোগাযোগ করার জন্য গেলেও ওনি থানায় উপস্থিত ছিলেননা।
Leave a Reply