চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে নারী শিক্ষা ও জাগরণের অগ্রসৈনিক,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়া’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে -“সুশিক্ষা হোক দেশ গড়ার হাতিয়ার” শীর্ষক এক সাহিত্য সন্ধ্যা গতকাল শক্রুবার রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তি অংশগ্রহণ করেন শিক্ষিকা সংগীতা চৌধুরী সভাপতি বাবুল কান্তি দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী,লূপর্ণা মূৎসুদ্দী লোপা,সাধারণ সম্পাদক অাসিফ ইকবাল,মুক্তিযোদ্ধাে এস,এম,লিয়াকত হোসেন, সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী, শিহাব রহমান, হৃদয় দে,মোঃ সোহেল প্রমুখ। সভায় বক্তারা বলেন অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়া নারী শিক্ষা প্রসারে ব্রতী ছিলেন আজীবন। নারী অধিকার, নারীর সম্মান রক্ষায় নারী শিক্ষা জরুরী।পিছিয়ে পরা নারীদের স্বাবলম্বী করে তুলতে এই শিক্ষাব্রতীর কর্মপ্রচেষ্টা প্রশংসনীয়।
Leave a Reply