পলাশ সেন, মহানগর প্রতিনিধি:
দীর্ঘ ৬ মাস কারাবন্দী থাকার পর অবশেষে ঝুমন দাস মুক্তি পেয়েছেন। ঝুমন দাসের মুক্তির বিষয়টা বাংলাদেশে একটি গণ আন্দোলনে রূপ নিয়েছিল। দেশের বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন এবং প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সবাই ঝুমন দাসের মুক্তির ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ঝুমন দাসের স্ত্রী তাঁর দুধের শিশুকে নিয়ে রাজপথে নেমে স্বামীর মুক্তির জন্য আন্দোলন করেছেন!
আজ সকালে ঢাকা হাইকোর্টে ঝুমন দাশ আপনের জামিনের আবেদনটি শুনানি করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সারওয়ার। ঝুমনের পক্ষে আবেদনটি মুভ করেন সিনিয়র আইনজীবী এডভোকেট জেড আই খান পান্না। তাঁর সাথে ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট তোবারক হোসেন, এডভোকেট নাহিদ সুলতানা যুথি, ব্যারিস্টার আশরাফ আলী, এডভোকেট রফিক আহমেদ সিরাজী, এডভোকেট শুভ্র চক্রবর্তী, এডভোকেট তাপস বন্ধু দাশ।
Leave a Reply