নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন এর পশ্চিম বেঁরিবাঁধ সংলগ্ন এলাকার অসহায় দরিদ্র প্রতিবন্ধী রাশেদা বেগম এর হাতে চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপির পক্ষ থেকে প্রতিবন্ধী রাশেদা বেগমের হাতে ত্রান ও আর্থিক অনুদান তুলে দেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উত্তর জেলা ভিত্তিক কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন বাকের সাহেব ও ক্লাবের স্থানীয় সদস্যরা। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি আই পি, ক্লাবের স্থানীয় সদস্যদের মাধ্যমে প্রতিবন্ধী রাশেদার পরিবারের দুরবস্থার কথা জানতে পেরে তাৎক্ষণিক খোঁজখবর নিয়ে ওই পরিবারের জন্য ত্রান ও আর্থিক সহযোগিতা পৌঁছানোর ব্যবস্থা করেন। তিনি জানান চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ সমিতি সবসময়ই অসহায় অবহেলিত দুস্থদের পাশে আছে আগামীতেও থাকবে। তিনি ক্লাবের সদস্যদের ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারের পাশাপাশি নিজ নিজ এলাকায় এইসব অসহায় অবহেলিত দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
Leave a Reply