স্বেচ্ছাসেবী, সামাজিক এবং জনকল্যাণমুলক সংগঠন একুশে ফাউন্ডেশন পরিবারের এডমিন আমিরুল ইসলাম শুভ প্রবাস গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১৮জানুয়ারী ২০২২, সোমবার, চাম্বল বাজারের একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিলের সভাপতিত্বে একুশে ফাউন্ডেশন বাঁশখালী শাখার সভাপতি এম. এহছান উল্লাহর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
এতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা, রক্তদানে সচেতনতা বৃদ্ধি করতে পদক্ষেপ নেওয়া, থ্যালাসেমিয়া সচেতনতা তৈরি করা, একুশে ফাউন্ডেশন পরিবারের মানবিক এবং মানবতার সেবায় সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণ করার বিষয়ে মতামত আলোকপাত হয়।
এতে সংগঠনের এডমিন জিএন কবির চৌধুরী, হিমাদ্রি হোসাইন আবির, কাইছার বিন মফিজ, ডাঃ এস এম রাসেল, মেহেদী হাসান, আবরার আবদুল্লাহ, নাছির উদ্দীন, লোকমান, মোনতাছির, রহিম উদ্দিন, পারভেজ, আরিফুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদায়ী সংবর্ধনা অতিথি আমিরুল ইসলাম শুভ বলেন- আমি একুশে ফাউন্ডেশন কে আমার পরিবারের মতো নিয়ে কাজ করছি। জীবনের তাগিদে প্রবাস গমনে হয়তো স-শরীরে প্রোগ্রামে যোগদান করতে পারবো না, কিন্তু আমার হৃদয়, আত্মা একুশে ফাউন্ডেশন পরিবারের জন্য টান থাকবে। যতদিন বেঁচে থাকি একুশে ফাউন্ডেশন পরিবারের সাথে কাজ করে যাবো বলে ব্যক্ত করেন।
Leave a Reply