নিজস্ব সংবাদদাতাঃ
পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে হাজী আবুল বশর ফাউন্ডেশনের পক্ষ হতে এক যুগ ধরে প্রতি বছর ইফতার সামগ্রী, ঈদের উপর সামগ্রি ও করোনা মহামারি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়িয়ে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছেন সমাজের প্রতিটি বিত্তশালীদের অসহায় মানুষের পাশে থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, ২রা এপ্রিল ৫ শত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ পটিয়া আশিয়া ইউনিয়নে হাজী আবুল বশর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এম এ রহিম উপরোক্ত বক্তব্য প্রদান করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নাট্য বিষয়ক সম্পাদক শফি উল আজম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মনজুর আলম,আশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম চৌধুরী, আবুল বশর ফাউন্ডেশনের সদস্য সচিব হাজী হেলাল উদ্দিন,যুবলীগ নেতা মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ মহিউদ্দিন, সাইফুল ইসলাম রাসেল,মোহাম্মদ সুমন, প্রমূখ।
Leave a Reply