প্রেস বিজ্ঞপ্তিঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্প অর্পণ, ছাত্রছাত্রীসহ সকল শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে বিজয় র্যালী ও সহস্র কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলীর নেতৃত্বে উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস,অর্থ সচিব হাফিজুর রহমান,পরিচালক সামসুন নাহার সামু, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মোঃ ফয়জুল আলম প্রিন্স,বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন, রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,স্বাধীন বাংলা মডেল স্কুল এর প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, মাতৃছায়া আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা মোঃ রুবেল হোসেন, প্রতিভা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ প্রমূখ।
উক্ত র্যালীতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিজয় র্যালী ও জাতীয় সংগীত পরিবেশন শেষে শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করা হয়।
Leave a Reply