আসিফ ইকবালঃ
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মহা সাধক,কবিয়াল সম্রাট, একুশে পদকপ্রাপ্ত মহর্ষি রমেশ শীল’র ৫৪ তম প্রয়াণবার্ষিকী স্মরণে এক সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা গত সোমবার ৫ এপ্রিল রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে অালোচনা,গান ও অাবৃত্তি অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি সভাপতি বাবুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক অাসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী,সঙ্গীতশিল্পী লূপর্ণা মূৎসুদ্দী লোপা সঙ্গীতা চৌধুরী,কাকলী দাশগুপ্তা,এস,এম,লিয়াকত হোসেন,সুমন চৌধুরী হৃদয় দে, সাফাত বিন সানাউল্লাহ, জুয়েল,মোঃ সোহেল প্রমুখ।সভায় বক্তারা বলেন বর্তমান সময়ে রমেশ অনুশীলন,অনুধ্যান জরুরী।কবিয়াল সম্রাট রমেশ শীল আমাদের অহংকার,
আমাদের গর্ব।আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাতে রমেশ শীল তাঁর সাধনা সঞ্চারিত করেছেন প্রজন্ম থেকে প্রজন্মে।শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে তাঁর গীতিকবিতা এখনো প্রাণিত করছে।
Leave a Reply