বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত কিন্ডারগার্টেন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রাম, হালিশহরস্থ শাপলা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও লাইফ লাইন স্কুল অ্যান্ড কলেজ’র অধ্যক্ষ কাজী আবদুর রহমাম এর সভাপতিত্বে ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও ভিউ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ’র চেয়াম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জিনিয়াস পাবলিক স্কুলের অধ্যক্ষ জনাব ইব্রাহিম খলিল জিকু এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জনাব মো: শেখ জাফরুল হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব হাজী আবু নাছের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব জয়নুল আবেদীন জয়, নুহা একাডেমির চেয়ারম্যান জনাব হাজী মো: আবদুল লতিফ, আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব আব্দুল হাকিম চৌধুরী,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রফিকুল ইসলাম রুনু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব জনাব মুহা: আলমগীর হোসেম হেলাল, কেন্দ্রীয় কমিটির শিক্ষা সচিব জনাব মো: নজরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জনাব হোসাইন রিন্টু, বিভাগীয় কমিটির সহ-সভাপতি জনাব মারুফ বিল্লাহ জাবেদ, সহ-সভাপতি জনাব এস এম হোসাইন, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক জনাব আমিনুল ইসলাম, শিক্ষা সম্পাদক জনাব হাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাবু বিশ্ব নাথ রায়, সহকারী অর্থ সম্পাদক জনাব আবদুল গণী, প্রকাশনা ও দপ্তর সম্পাদক সীমা চক্রবর্তী, মহিলা ও শিশু বিষয়ক জনাব সালমা পারভীন, সমাজ কল্যাণ সম্পাদক জনাব এম এন হুসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন কে.পি. কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার সানা উল্লাহ, এডু এইড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব মো: নাছির উদ্দিন, তাসফিয়া মডেলএকাডেমির চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন স্কুলের পরিচালক, অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে, সনদ পত্র, ক্রেস্ট ও বই তুলে দেয়া হয়।
Leave a Reply