বৃহস্পতিবার পটিয়াস্হ নলান্ধা আলী নেওয়াজ দরবার শরীফে খাজা গরীব আলী শাহ (রঃ) বার্ষিক উরশ শরীফ উপলক্ষে ইসলামী ছাত্রসেনা কোলাগাঁও ইউনিয়ন শাখার ব্যবস্হাপনায়,পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের বন্ধনে পটিয়া” ও “চট্টলা টাইটান”র সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোলাগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মোঃশাহেদুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ” রক্তের বন্ধনে পটিয়া’র প্রতিষ্ঠাতা ও এডমিন আসহাব উদ্দীন জনি।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুবনেতা মোঃ ইয়াছিন, মোঃ আনোয়ার হোসেন,মোঃ নেজাম,মোঃ জানে আলম।
‘রক্তের বন্ধনে পটিয়া’ থেকে উপস্থিত ছিল মহিউদ্দিন সজিব, সায়েম বিন মামুন,রিসান,মিরাজ মাহবুব,জয়নাল আবেদীন,শুভ,জাওয়াদুল আলম,জান্নাতুল মাওয়া,রয়া,রনি,ফাহিম,জুবায়েদ,আরিফ, তারেক..
উপস্থিত ছিলেন চট্টলা টাইটান(ইউটিউব চ্যানেল) এর নেতৃবৃন্দ।
এতে মেলায় আগত দর্শনার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় সেবা দেওয়া হয়।
Leave a Reply