চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচিত্র নির্মাতা,চিত্র নাট্য লেখক,সংগীত পরিচালক, বিশ্ববরেণ্য চিত্র-পরিচালক,গর্বিত বাঙালী
সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী স্মরণে “আলোর ফেরিওয়ালা সত্যজিৎ ” শীর্ষক সাহিত্য সন্ধ্যা।গতকাল সোমবার রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও অাবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি ও সাংবাদিক রাজীব ঘাঁটি। সংগঠনের সভাপতি সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সসভাপতি বিজয় শংকর চৌধুরী,সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসূদ্দী লোপা, সঙ্গীতা চৌধুরী,কাকলী দাশ গুপ্তা, লিয়াকত হোসেন,সাফাত বিন সানাউল্লাহ,সুমন চৌধুরী, হৃদয় দে, শিহাব রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক,লেখক সত্যজিৎ রায়।বাংলার সংস্কৃতি,কৃষ্টি, ঐতিহ্যকে যিনি অসামান্য দক্ষতায় পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে।মেলবন্ধন ঘটিয়েছেন আঞ্চলিকতা আর আন্তর্জাতিকতার।শিল্প ও সাহিত্যে এনেছেন বৈচিত্র।বিশ্বনন্দিত এই চিত্রপরিচালক বাংলা ও বাঙালির গর্ব।
Leave a Reply