মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
সোমবার (৬ মার্চ) রাত সাড়ে নয়টায় নগরীর বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন মজুমদার।
নিহতরা হলেন : মো. আজিজুল হক (৩০), মিটন কান্তি দে (২৫) ও আসাদুজ্জামান (৩০)।
আনোয়ার নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তেলবাহী ট্রেন আসার সময় রেলকর্মী সিগন্যাল দিলে দ্রুতগামী বাস সিগন্যাল ভেঙ্গে সজোরে রেলের ইঞ্জিলে ধাক্কা দিলে বাসটি সঙ্গে সঙ্গে উল্টে যায়।
এসময় বাসের দুই যাত্রী ও এক রেলকর্মী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।
Leave a Reply