পলাশ সেনঃ
কালুরঘাট রেলসেতুতে মালবাহী ট্রাকের এক্সেল ভেঙে রেলিংয়ে, গাড়ী চলাচল বন্ধ হয়ে পড়ে হাজারো মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। ১১সেপ্টেম্বর রাত ৯টার দিকে এঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও সরেজমিনে পরিদর্শন পরিদর্শন পূর্বক জানা যায়,বোয়ালখালী থেকে মালবাহী ট্রাক চট্টমেট্টো ট-১১-২৯০৯ টি সেতুর পূর্ব অংশের একাংশ পেরুতে হঠাৎ বিকট শব্দে সামনের চাকার বাম পাশের এক্সেল ভেঙে রেলিং এর উপর উঠে বাম পাশের চাকাটি নদীর উপর ঝুলে পড়ে।এতে চালক কৌশলে গাড়ীর স্ট্রাট বন্ধ করে গাড়ীটি ঐভাবে রেখে পালিয়ে যায়।রাতে রিপোর্ট লেখা কালীন সময়ে ট্রাকটি ঐভাবে ঝুলে থাকতে দেখা যায়। এতে প্রায় ২/৩ ঘন্টা অবধি যান ও জনজট সৃষ্টি হয়ে হাজারো মানুষের দূর্ভোগ চরমে উঠেছে।
Leave a Reply