চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন দীর্ঘদিন পর নিজ দেশে ছুটিতে আসলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়।
মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম বিমান বন্দরে এসে পৌছালে চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী সমাজ কল্যান সমিতির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী গাড়ি সেবা’র ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল ইমন, প্রবাসী গাড়ি সেবার পক্ষ থেকে মো. কামাল উদ্দিন, মো. সুমনসহ অনেকে।
এছাড়াও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা কমর উদ্দিন, কাজী জগির উদ্দিন (জাকির) ও কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক ফারুক আহমদের পক্ষ থেকেও ফুল দিয়ে বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বিমানবন্দরে তার পরিবারের পক্ষ থেকে তার দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তান ও ভাগিনা উপস্থিত ছিলেন।
Leave a Reply