ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
প্রবাসীদের নিয়ে গঠিত চট্রগ্রাম প্রবাসী ক্লাব ও প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রামের আওতাধীন চট্টগ্রাম প্রবাসী ট্যুর এন্ড ট্রাভেলসের উদ্যোগে আয়োজিত কাপ্তাইয়ে লেক ও ট্যুরিজম স্পট ভ্রমণ সমর্পণ।
শনিবার ২৫ শে সেপ্টেম্বর চট্রগ্রাম প্রবাসী ক্লাব ও প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রামের নন্দনকানন আর আফ পুলিশ প্লাজা কার্যালয়ের সামনে থেকে সকাল নয়টায় দেশে অবস্থানরত ক্লাবের সদস্য ও সদস্যদের পরিবার নিয়ে যাত্রা শুরু হয়ে দুপুর একটা নাগাদ কাপ্তাই জুম রেস্তোরাঁ পার্কে যাত্রা বিরতি মধ্যাহ্নভোজ শেষে, ক্লাব কর্তৃপক্ষ সদস্যদের নিয়ে কাপ্তাই নৌবাহিনী লেকের উদ্দেশ্যে রওয়ানা হন।
গন্তব্যে পৌঁছে লেকের সীবোড নিয়ে কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন দর্শনীয় লেক ভ্রমন করেন।
এই সময় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি আই পি সহ ক্লাবের সদস্য, প্রতিনিধি ও পরিবারের শিশুরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
ক্লাবের চেয়ারম্যান বলেন এই সংগঠন চট্রগ্রামের প্রবাসীদের সব ধরনের সমস্যায় পাশে থেকে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে ভুমিকা রাখবে।
সেই সাথে সমাজ, পরিবার পরিজন রেখে দীর্ঘ প্রবাসে নানামুখী সমস্যা নিয়ে সময় অতিবাহিত করলেও নিজ জেলার ঐতিহ্যবাহী মনমুগ্ধ কর বিনোদন স্পট গুলো পরিবারকে নিয়ে ঘুরে দেখার সময় পাননা।সেই বিষয় মাথায় রেখে চট্রগ্রাম প্রবাসী ক্লাবের আওতাধীন প্রবাসী ট্যুর এন্ড ট্রাভেলসের উদ্যোগে ক্লাবের সদস্য যারা দেশে ছুটিতে অবস্থান করেন সেই সকল সদস্যদের নিয়ে প্রতি মাসে একটি করে ট্যুরের উদ্যোগ নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ,এই ব্যাপারে ব্যাপক সাড়াও মিলেছে ক্লাবের প্রবাসী সদস্যদের পক্ষ থেকে।
Leave a Reply