চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডীন,সাবেক প্রক্টর, মুক্তিযোদ্ধা গবেষক, শহীদ পরিবারের সন্তান,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডঃ গাজী সালেহ উদ্দীনের মৃত্যুতে এক শোক সভা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট কবি নিয়তি রায় বর্মন, শিক্ষাবিদ অধ্যক্ষ ড.মুজাহিদ রহমান,শিক্ষক বাবুল কান্তি দাশ,শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সংগঠক লায়ন সুজিত কুমার দাশ,মরহুমের সন্তান পরিকল্পনা মন্ত্রাণালয়ে কর্মরত বাংলাদেশ সরকারের উপ সচিব সালেহিন তানভীর গাজী, কন্যা শিক্ষিকা সানজিদা শারমিন গাজী মৌসুমি, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী লোপা,সঙ্গীতা চৌধুরী,কাকলী দাশগুপ্তা,ছাত্রনেতা এম,মমঞ্জুর আলম,সুমন চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল প্রমুখ। সভায় বক্তারা বলেন শিক্ষা সংস্কৃতি এবং সামাজিক পথের আলোকিত সুহৃদ ড.গাজী সালেহ উদ্দিন। সত্য ও ন্যায়ের পথে চলা এই দৃঢ়চেতা মানুষ নেতৃত্ব দিয়েছেন প্রগতিশীল সকল কর্মকান্ডে।ছিন্নমূল সুবিধা বঞ্চিত শিশুদের মূলধারায় সম্পৃক্ত করণের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন বিদ্যালয়। শুদ্ধপথের একজন প্রাগসর পুরুষ ছিলেন ড.গাজী সালেহ উদ্দীন। আলোকিত মানুষ তৈরি এবং শুদ্ধ সমাজ বিনির্মানে আমৃত্যু কাজ করেছেন এই সমাজবিজ্ঞানী।
Leave a Reply